Ajker Patrika

নেইমারের দলকে হুমকি দিলেন রোনালদো

নেইমারের দলকে হুমকি দিলেন রোনালদো

প্রিন্স সুলতান বিন আজিজ স্টেডিয়ামে গত রাতটা ছিল রোনালদোময়। আল নাসর-আল তাওউন নয়, লড়াইটা যে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল তাওউনের। আল নাসরের জয়ের পর নেইমারের আল হিলালকে এক রকম হুমকি দিয়ে রাখলেন রোনালদো। 

আল নাসর-আল তাওউন গত রাতের ম্যাচটি ছিল সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল। আল তাওউনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আল নাসর। দুটি গোলেই অবদান রয়েছে রোনালদো। ৮ মিনিটে রোনালদোর পাস থেকে অ্যাসিস্ট করেন আয়মান ইয়াহিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। রোনালদো জাল খুঁজে পান দ্বিতীয়ার্ধে দ্রুত সময়েই। সুলতান আল ঘান্নামের পাস রিসিভ করে ডান পাশের কর্ণার ঘেঁষে গোল করেন রোনালদো। প্রতিযোগিতামূলক ক্যারিয়ারের ৮৯৬ তম গোল করে ‘সিউ’ উদযাপন করেন। ফাইনালে এখন আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। সেমিফাইনালে আল নাসর জেতার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমরা আসছি সুপার কাপের ফাইনালে।’

আল নাসর গত রাতে ১০ জনের দলে পরিণত হয়েছে একেবারে শেষ সময়ে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে লাল কার্ড দেখেন দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। বাংলাদেশ সময় পরশু রাত ১০টা ১৫ মিনিটে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। শিরোপা নির্ধারিত ম্যাচটিও হবে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে। 

রোনালদোর সামনে এবার আল নাসরের জার্সিতে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন, যা ছিল সৌদি ক্লাবের জার্সিতে তাঁর প্রথম শিরোপা। আল নাসরেরও সেটি প্রথম কোনো মেজর শিরোপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত