Ajker Patrika

ফাইনালের আগেই বসুন্ধরা-আবাহনী ‘ফাইনাল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১: ৪৯
ফাইনালের আগেই বসুন্ধরা-আবাহনী ‘ফাইনাল’

দুই দলের দুই রকম অবস্থা। এক দল কিছুদিন আগে ইতিহাস গড়ার খুব কাছ থেকে হৃদয় ভেঙে দেশে ফিরেছে, আরেক দল কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে এসেছে টাইব্রেকার নামের ভাগ্যের পরীক্ষায় জিতে। দলটার নাম আবাহনী লিমিটেড। হৃদয়ভাঙা দলটা বসুন্ধরা কিংস।

এএফসি কাপে ওডিশা এফসির কাছে গ্রুপ পর্বে হৃদয় ভেঙে দেশে আসার পর তা নিয়ে খুব বেশি শোক প্রকাশের সুযোগ পায়নি বসুন্ধরা। চার দিনের মধ্যেই স্বাধীনতা কাপে আজ আবাহনীর বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ আবাহনী বলেই লড়াইটা বসুন্ধরার জন্য সবার আগে মর্যাদার।

আজ বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটা নিজেদের মাঠে হওয়ায় এগিয়ে থাকবে বসুন্ধরাই। এএফসি কাপের দুঃখ নিয়ে পড়ে না থেকে সামনে এগোতে চাওয়ার কথা বললেন দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ‘আগামীকাল (আজ) বড় ম্যাচে আমাদের লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে ফাইনাল নিশ্চিত করা। আমরা আসরের শিরোপা ধরে রাখতে চাই।’ বসুন্ধরার সঙ্গে লড়াইয়ে নিজেরা প্রস্তুত বলে জানালেন আবাহনীর অধিনায়ক মো. হৃদয়, ‘আমরা প্রস্তুত আছি। যে করেই হোক মাঠে খেলে ফাইনালে যেতে চাই। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত