Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগে এমন হার দেখেনি রিয়াল

চ্যাম্পিয়নস লিগে এমন হার দেখেনি রিয়াল

চ্যাম্পিয়নস লিগে শিরোপা জয় তো দূরে থাক। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় লিল তেমন একটা খেলার সুযোগই পায় না। ২০২১-২২ মৌসুমের পর ফরাসি ক্লাবটি এবার সুযোগ পেল নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে। সেখানেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছে লিল।

লিলের বিপক্ষে ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়াল এ বছরের জানুয়ারি থেকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল। স্তেদি পিয়েরে মাউরয় স্টেডিয়ামে গত রাতে রিয়ালের অপরাজেয় যাত্রায় ছেদ ঘটে। কার্লো আনচেলত্তির দলকে ১-০ গোলে হারিয়েছে লিল।  চ্যাম্পিয়নস লিগের মতো মঞ্চে এমন ধাক্কা খাওয়ায় ম্যাচ শেষে আনচেলত্তি  বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন কিছু (পরাজয়) দেখিনি। আমাদের চেয়ে প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে এবং জয়টা তাদেরই প্রাপ্য।’

চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে রিয়াল তুলনামূলক দাপট দেখিয়ে খেলেছে। ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মাদ্রিদ করেছিল ৬ শট। যার একটাও কাজে আসেনি। যেখানে ৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র মাদ্রিদকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। শেষের দিকে ব্রাজিলের এই উইঙ্গার পেয়েছেন আরও একটি সুযোগ। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে দানি কারভাহালের ক্রস থেকে হেড দেন ভিনিসিয়ুস। তবে লিল গোলরক্ষক লুকাস শেভালিয়ার অতিমানবীয় হয়ে ওঠায় সুযোগগুলো লুফে নিতে পারেনি রিয়াল। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘শেষের দিকে আমাদের সুযোগ এসেছিল। তবে ড্রও আমাদের প্রাপ্য না। এখান থেকে আমাদের শিখতে হবে। এসব ব্যাপারে কাজ করতে হবে।’

লিল-রিয়াল ম্যাচে শরীর নির্ভর ফুটবলই যেন বেশি হয়েছে। ম্যাচে রেফারিকে হলুদ কার্ড দেখাতে হয়েছে সাতবার। যার পাঁচটিই পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিল যে একমাত্র গোলটা পেয়েছে সেটাও পেনাল্টি থেকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে  রিয়ালের বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গা হ্যান্ডবল করে বসেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পটকিক থেকে গোলটি করেন লিল স্ট্রাইকার জোনাথন ডেভিড। ম্যাচে লিলের কাছে এভাবে হেরে যাওয়ায় আনচেলত্তি বলেন,‘আসলেই আমি অনেক সৎ। আজকের ম্যাচে আমাদের নিয়ে সমালোচনাটা যৌক্তিক। এটা আমাদের মেনে নিতেই হবে। এই ম্যাচে আমরা ভালো খেলিনি।’

চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ— সবশেষ (২০২৩-২৪) মৌসুমে এই তিনটি মেজর শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। লিলের কাছে গত রাতের হারটা চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ১৭ মাস পর হার। এর আগে সবশেষ ২০২৩ সালের মে মাসে চ্যাম্পিয়নস লিগে হেরেছিল লস ব্লাঙ্কোরা। সেমিফাইনালে সেবার রিয়ালের প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি।

এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে একটিতে হেরেছে রিয়াল। নিজেদের প্রথম ম্যাচটি লস ব্লাঙ্কোসরা ৩–১ গোলে জিতেছিল স্টুটগার্টের বিপক্ষে। পয়েন্ট তালিকায় ৩৬ দলের মধ্যে এখন ১৭ নম্বরে আনচেলত্তির দল। শীর্ষ ৮ দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। ৯ থেকে ২৪তম স্থানের দলগুলোর প্লে–অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে জয়ী দলগুলো শেষ ষোলোয় বাকি জায়গাগুলোতে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত