ক্রীড়া ডেস্ক
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আশা জাগানিয়া শুরুই করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আজ হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছেন তাঁরা।
ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই খোলসবন্দী ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এই সুযোগে একের পর এক আক্রমণ করেছে ভারত। এর ফলও পেয়েছে তারা। ম্যাচের পার্ল ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় তারা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতিদের বাংলাদেশ।
তবে এই অর্থে বাংলাদেশ আরও গোল খেলে করলে অবাক হওয়ার কিছু থাকত না। ২৭ মিনিটে বক্সে দারুণ এক ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারত ভারত। কিন্তু পারেনি। কিংবা ম্যাচের ৪০ মিনিটেও কর্নার কিক থেকে উড়ে আসা বলের দখল নিতে গিয়ে বাংলাদেশের গোলমুখের সামনে তৈরি হয়েছিল জটলা। গোল হতে পারত, হয়নি।
ভারতের গোলমুখে পরিকল্পিত আক্রমণ সেভাবে করতে পারেনি বাংলাদেশ। যে কয়েকবার আক্রমণে গেছে, ভারতের রক্ষণেই প্রতিহত হয়েছে। বলতে গেলে ভারতীয় দলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি বাংলাদেশ। যেমনটা ভারতের মেয়েরা পরীক্ষায় ফেলেন বাংলাদেশ দলের গোলরক্ষক ইয়ারজান বেগমকে। ৭২ মিনিটে ভারতীয়দের শট প্রতিহত করে দলকে রক্ষা করেন তিনি।
৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। কর্নার কিক নিয়েছিলেন আলিশা লিংদোহ। বল বাংলাদেশের গোলমুখে এসে পড়লে ওত পেতে থাকা বোনিফিলিয়া শুল্লাই বল জালে জড়িয়ে দেন।
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আশা জাগানিয়া শুরুই করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আজ হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছেন তাঁরা।
ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই খোলসবন্দী ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এই সুযোগে একের পর এক আক্রমণ করেছে ভারত। এর ফলও পেয়েছে তারা। ম্যাচের পার্ল ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় তারা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতিদের বাংলাদেশ।
তবে এই অর্থে বাংলাদেশ আরও গোল খেলে করলে অবাক হওয়ার কিছু থাকত না। ২৭ মিনিটে বক্সে দারুণ এক ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারত ভারত। কিন্তু পারেনি। কিংবা ম্যাচের ৪০ মিনিটেও কর্নার কিক থেকে উড়ে আসা বলের দখল নিতে গিয়ে বাংলাদেশের গোলমুখের সামনে তৈরি হয়েছিল জটলা। গোল হতে পারত, হয়নি।
ভারতের গোলমুখে পরিকল্পিত আক্রমণ সেভাবে করতে পারেনি বাংলাদেশ। যে কয়েকবার আক্রমণে গেছে, ভারতের রক্ষণেই প্রতিহত হয়েছে। বলতে গেলে ভারতীয় দলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি বাংলাদেশ। যেমনটা ভারতের মেয়েরা পরীক্ষায় ফেলেন বাংলাদেশ দলের গোলরক্ষক ইয়ারজান বেগমকে। ৭২ মিনিটে ভারতীয়দের শট প্রতিহত করে দলকে রক্ষা করেন তিনি।
৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। কর্নার কিক নিয়েছিলেন আলিশা লিংদোহ। বল বাংলাদেশের গোলমুখে এসে পড়লে ওত পেতে থাকা বোনিফিলিয়া শুল্লাই বল জালে জড়িয়ে দেন।
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
১ ঘণ্টা আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
২ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
২ ঘণ্টা আগেট্র্যাকে ফিরলেন, রাজত্বও ফিরে পেলেন ইমরানুর রহমান। চোটের কারণে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে খেলতে পারেননি লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট। সামার অ্যাথলেটিকসে পঞ্চমবারের মতো পেলেন দ্রুততম মানবের খেতাব।
৩ ঘণ্টা আগে