ভেনেজুয়েলার বিপক্ষে গত রাতের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছিলেন, আর্জেন্টিনায় আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। এ কথার পর থেকে কাতার বিশ্বকাপের পর মেসির অবসরে যাওয়া নিয়ে ফিসফাস শুরু হয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে তাই প্রশ্নটার মুখোমুখি হতে হতো তাঁকে। প্রশ্নটা অবসর নিয়ে নয়, তাহলে আর্জেন্টিনায় কি শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি?
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ আছে আর দুটি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির ভেন্যু এখনো ঠিক হয়নি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হবে তাদের মাঠে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। উত্তরটা মেসির কাছ থেকেই শোনা যাক, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। সামনে যা আছে সেটা নিয়েই আপাতত ভাবছি। সামনে এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’
খেলোয়াড়ের নাম মেসি বলেই এই আলোচনা সহজে থামার নয়। সেটা নিশ্চয়ই তিনিও জানেন। আগামী দিনগুলোতে নিজের পরিকল্পনা নিয়ে কী ভাবছেন, সেটা স্পষ্ট না করলেও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। দলের কোচ স্কালোনি যে অমূলক কিছু বলেননি, সেটা মেসির পরের কথায় পরিষ্কার, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাবব। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’
সেটা হতে পারে অবসর। হতে পারে অন্য কিছু। তবে আর্জেন্টিনায় সময়টা যে ভালো কাটিয়েছেন সেটা নিয়ে কোনো রহস্য রাখেননি মেসি, ‘কোপা আমেরিকা জয়ের আগ থেকেই সময়টা ভালো কাটছে। প্রতিবার আর্জেন্টিনায় এলে সবাই যেভাবে অভ্যর্থনা জানায়, তাতে হৃদয়টা উষ্ণ হয়ে যায়। এটা দারুণ এক অনুভূতি।’
ভেনেজুয়েলার বিপক্ষে গত রাতের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছিলেন, আর্জেন্টিনায় আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। এ কথার পর থেকে কাতার বিশ্বকাপের পর মেসির অবসরে যাওয়া নিয়ে ফিসফাস শুরু হয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে তাই প্রশ্নটার মুখোমুখি হতে হতো তাঁকে। প্রশ্নটা অবসর নিয়ে নয়, তাহলে আর্জেন্টিনায় কি শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি?
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ আছে আর দুটি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির ভেন্যু এখনো ঠিক হয়নি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হবে তাদের মাঠে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। উত্তরটা মেসির কাছ থেকেই শোনা যাক, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। সামনে যা আছে সেটা নিয়েই আপাতত ভাবছি। সামনে এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’
খেলোয়াড়ের নাম মেসি বলেই এই আলোচনা সহজে থামার নয়। সেটা নিশ্চয়ই তিনিও জানেন। আগামী দিনগুলোতে নিজের পরিকল্পনা নিয়ে কী ভাবছেন, সেটা স্পষ্ট না করলেও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। দলের কোচ স্কালোনি যে অমূলক কিছু বলেননি, সেটা মেসির পরের কথায় পরিষ্কার, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাবব। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’
সেটা হতে পারে অবসর। হতে পারে অন্য কিছু। তবে আর্জেন্টিনায় সময়টা যে ভালো কাটিয়েছেন সেটা নিয়ে কোনো রহস্য রাখেননি মেসি, ‘কোপা আমেরিকা জয়ের আগ থেকেই সময়টা ভালো কাটছে। প্রতিবার আর্জেন্টিনায় এলে সবাই যেভাবে অভ্যর্থনা জানায়, তাতে হৃদয়টা উষ্ণ হয়ে যায়। এটা দারুণ এক অনুভূতি।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে