নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট নিয়ে কম ভোগান্তির মধ্যে যেতে হয়নি ফুটবলপ্রেমীদের। তবে জটিলতা কাটিয়ে আজ সব টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানালেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এমনকি উগান্ডা থেকেও কেনা হয়েছে টিকিট।
২৪ মে টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই বাঁধে বিপত্তি। সাইবার আক্রমণের কারণ দেখিয়ে দুই দিন টিকিট বিক্রি বন্ধ রাখে টিকিফাই। তবে গতকাল রাতে সীমিত পরিসরে টিকিট ছাড়ে তারা। আজ বিকেলের মধ্যে ফুরিয়ে যায় ৯ ক্যাটাগরির সব টিকিট।
বাফুফে ভবনে সংবাদমাধ্যমে তাজওয়ার বলেন, ‘আমাদের ১৮ হাজার ৩০০ টিকিটের সবই বিক্রি শেষ। আমরা দেখেছি গতকাল রাত থেকে প্রতি ৫ মিনিটে ৩০ হাজার ব্যবহারকারী অনলাইনে আসার চেষ্টা করেছিল। আমরা একটা লাইন সিস্টেম করেছিলাম। কালকেও দুবার সাইবার অ্যাটাক এসেছিল। কিন্তু কালও আমরা সেটা সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। আমরা গতকাল সারা রাত জেগে ছিলাম টিকিটিং কোম্পানির সঙ্গে।’
সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট ছাড়া হবে আগামীকাল থেকে। তবে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে এই ম্যাচ। তাজওয়ার বলেন, ‘কাল বিকেল থেকে চেষ্টা করব ভুটান ম্যাচের টিকিট অনলাইন করে দেওয়ার জন্য।’
বাংলাদেশ ম্যাচের টিকিট বিশ্বের নানা প্রান্ত থেকে কেনা হয়েছে বলে জানালেন তাজওয়ার, ‘বিশ্বে যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া, এমনকি উগান্ডা থেকেও একজন ব্যবহারকারী ছিল। আমাদের কোনো প্রবাসী বাঙালি ভাই হবেন। ঈদের ছুটিতে হয়তো বাংলাদেশে আসবেন। ফেয়ারলি সুযোগ পেয়েছেন কিনেছেন।’
কালোবাজারি ঠেকাতে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ম্যাজিস্ট্রেট। তাজওয়ার বলেন, ‘আমি শেষ একটা কথা বলতে চাই, কালোবাজারি নিয়ে কথা উঠেছিল। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা সেদিন ম্যাজিস্ট্রেট রাখব। সেদিন যদি কোনো নকল টিকিট পাই সঙ্গে সঙ্গে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে।’
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট নিয়ে কম ভোগান্তির মধ্যে যেতে হয়নি ফুটবলপ্রেমীদের। তবে জটিলতা কাটিয়ে আজ সব টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানালেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এমনকি উগান্ডা থেকেও কেনা হয়েছে টিকিট।
২৪ মে টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই বাঁধে বিপত্তি। সাইবার আক্রমণের কারণ দেখিয়ে দুই দিন টিকিট বিক্রি বন্ধ রাখে টিকিফাই। তবে গতকাল রাতে সীমিত পরিসরে টিকিট ছাড়ে তারা। আজ বিকেলের মধ্যে ফুরিয়ে যায় ৯ ক্যাটাগরির সব টিকিট।
বাফুফে ভবনে সংবাদমাধ্যমে তাজওয়ার বলেন, ‘আমাদের ১৮ হাজার ৩০০ টিকিটের সবই বিক্রি শেষ। আমরা দেখেছি গতকাল রাত থেকে প্রতি ৫ মিনিটে ৩০ হাজার ব্যবহারকারী অনলাইনে আসার চেষ্টা করেছিল। আমরা একটা লাইন সিস্টেম করেছিলাম। কালকেও দুবার সাইবার অ্যাটাক এসেছিল। কিন্তু কালও আমরা সেটা সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। আমরা গতকাল সারা রাত জেগে ছিলাম টিকিটিং কোম্পানির সঙ্গে।’
সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট ছাড়া হবে আগামীকাল থেকে। তবে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে এই ম্যাচ। তাজওয়ার বলেন, ‘কাল বিকেল থেকে চেষ্টা করব ভুটান ম্যাচের টিকিট অনলাইন করে দেওয়ার জন্য।’
বাংলাদেশ ম্যাচের টিকিট বিশ্বের নানা প্রান্ত থেকে কেনা হয়েছে বলে জানালেন তাজওয়ার, ‘বিশ্বে যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া, এমনকি উগান্ডা থেকেও একজন ব্যবহারকারী ছিল। আমাদের কোনো প্রবাসী বাঙালি ভাই হবেন। ঈদের ছুটিতে হয়তো বাংলাদেশে আসবেন। ফেয়ারলি সুযোগ পেয়েছেন কিনেছেন।’
কালোবাজারি ঠেকাতে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ম্যাজিস্ট্রেট। তাজওয়ার বলেন, ‘আমি শেষ একটা কথা বলতে চাই, কালোবাজারি নিয়ে কথা উঠেছিল। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা সেদিন ম্যাজিস্ট্রেট রাখব। সেদিন যদি কোনো নকল টিকিট পাই সঙ্গে সঙ্গে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে