কদিন আগে জিমি গ্রিভসের রেকর্ডে ভাগ বসিয়ে টটেনহামের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন হ্যারি কেইন। গতকাল হটস্পার স্টেডিয়ামে গ্রিভসকে ছাড়িয়ে গেলেন কেইন। এই রেকর্ড ভাঙা কেইনের কাছে জাদুকরী মুহূর্ত।
হটস্পার স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম ও ম্যানচেস্টার সিটি। কেইনের গোলে সিটিকে ১-০ গোলে হারিয়েছে স্পার্সরা। এই জয়সূচক গোলে টটেনহামের হয়ে ২৬৭ গোল করলেন কেইন। গ্রিভসের ২৬৬ গোলের রেকর্ড ভেঙে স্পার্সদের সর্বোচ্চ গোলদাতা এখন কেইন। রেকর্ড ভাঙার মুহূর্ত জয়ী ম্যাচে হওয়ায় বেশ উচ্ছ্বসিত কেইন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা জাদুকরী মুহূর্ত। জয়ী ম্যাচে রেকর্ড হওয়ায় আমি বেশ খুশি। গ্রিভস অন্যতম সেরা একজন স্ট্রাইকার। তাঁকে ছাড়িয়ে যাওয়া আমার কাছে বিশেষ মুহূর্ত।’
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন কেইন। ৩০ ম্যাচে ১৯ গোলের সঙ্গে ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইংলিশ এই স্ট্রাইকার।
টটেনহামের শীর্ষ পাঁচ গোলদাতা:
১। হ্যারি কেইন: ২৬৭ গোল; ৪১৬ ম্যাচ
২। জিমি গ্রিভস: ২৬৬ গোল; ৩৭৯ ম্যাচ
৩। ববি স্মিথ: ২০৮ গোল; ৩১৭ ম্যাচ
৪। মার্টিন শিভারস: ১৭৪ গোল; ৩৬৭ ম্যাচ
৫। ক্লিফ জোনস: ১৫৪ গোল; ৩৭৮ ম্যাচ
কদিন আগে জিমি গ্রিভসের রেকর্ডে ভাগ বসিয়ে টটেনহামের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন হ্যারি কেইন। গতকাল হটস্পার স্টেডিয়ামে গ্রিভসকে ছাড়িয়ে গেলেন কেইন। এই রেকর্ড ভাঙা কেইনের কাছে জাদুকরী মুহূর্ত।
হটস্পার স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম ও ম্যানচেস্টার সিটি। কেইনের গোলে সিটিকে ১-০ গোলে হারিয়েছে স্পার্সরা। এই জয়সূচক গোলে টটেনহামের হয়ে ২৬৭ গোল করলেন কেইন। গ্রিভসের ২৬৬ গোলের রেকর্ড ভেঙে স্পার্সদের সর্বোচ্চ গোলদাতা এখন কেইন। রেকর্ড ভাঙার মুহূর্ত জয়ী ম্যাচে হওয়ায় বেশ উচ্ছ্বসিত কেইন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা জাদুকরী মুহূর্ত। জয়ী ম্যাচে রেকর্ড হওয়ায় আমি বেশ খুশি। গ্রিভস অন্যতম সেরা একজন স্ট্রাইকার। তাঁকে ছাড়িয়ে যাওয়া আমার কাছে বিশেষ মুহূর্ত।’
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন কেইন। ৩০ ম্যাচে ১৯ গোলের সঙ্গে ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইংলিশ এই স্ট্রাইকার।
টটেনহামের শীর্ষ পাঁচ গোলদাতা:
১। হ্যারি কেইন: ২৬৭ গোল; ৪১৬ ম্যাচ
২। জিমি গ্রিভস: ২৬৬ গোল; ৩৭৯ ম্যাচ
৩। ববি স্মিথ: ২০৮ গোল; ৩১৭ ম্যাচ
৪। মার্টিন শিভারস: ১৭৪ গোল; ৩৬৭ ম্যাচ
৫। ক্লিফ জোনস: ১৫৪ গোল; ৩৭৮ ম্যাচ
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
২৩ মিনিট আগেনিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জিতে গেল স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
৩ ঘণ্টা আগে