৭ নভেম্বর ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়ার পরও তালিকায় নাম ছিল জিওভানি লো সেলসোরও। বিশ্বকাপে এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় জেনে-বুঝে প্রাথমিক তালিকায় রেখেছিলেন স্কালোনি। আজ আর্জেন্টাইন কোচের সেই আশায় গুড়ে বালি।
স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, বিশ্বকাপ শেষ লো সেলসোর। ভিয়ারিয়ালের এই সংবাদ আলবিসেলেস্তাদের জন্য খুবই সংবেদনশীল ও বেদনাদায়ক। প্রথমবারের মতো ২০১৮ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সতীর্থ ক্রিশ্চিয়ান আনসালদির মতো কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনিও। এবারের বিশ্বকাপের একাদশে তাঁর খেলার সম্ভাবনা ছিল শতভাগ। কিন্তু এবার নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই লো সেলসো জেনেছিলেন তাঁর বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। কেননা, সে সময়ই জানা গিয়েছিল তাঁর পায়ে অস্ত্রোপচার লাগবে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তিনি অস্ত্রোপচার না করে বিশ্বকাপে খেলার। টটেনহামের এই মিডফিল্ডারের সেই আশা আর পূরণ হলো না। ধারে ভিয়ারিয়ালে খেলতে আসা তারকা ফুটবলারের পায়ে অস্ত্রোপচারই করতে হবে।
লো সেলসোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর পরিবর্তে দলের একাদশে সুযোগ পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এজেকিয়েল পালাসিওসের মধ্যে একজন। প্রাথমিক দল ঘোষণার সময় স্কালোনি জানিয়েছিলেন, লো সেলসোর জায়গা পূরণ করা কঠিন হবে। তিনি বলেছিলেন, ‘সংখ্যার দিক থেকে অনেকে থাকলেও, ফুটবলের দিক থেকে নয়।’
২০ নভেম্বর বিশ্বাকাপ শুরুর এক দিন পরই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
৭ নভেম্বর ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়ার পরও তালিকায় নাম ছিল জিওভানি লো সেলসোরও। বিশ্বকাপে এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় জেনে-বুঝে প্রাথমিক তালিকায় রেখেছিলেন স্কালোনি। আজ আর্জেন্টাইন কোচের সেই আশায় গুড়ে বালি।
স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, বিশ্বকাপ শেষ লো সেলসোর। ভিয়ারিয়ালের এই সংবাদ আলবিসেলেস্তাদের জন্য খুবই সংবেদনশীল ও বেদনাদায়ক। প্রথমবারের মতো ২০১৮ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সতীর্থ ক্রিশ্চিয়ান আনসালদির মতো কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনিও। এবারের বিশ্বকাপের একাদশে তাঁর খেলার সম্ভাবনা ছিল শতভাগ। কিন্তু এবার নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই লো সেলসো জেনেছিলেন তাঁর বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। কেননা, সে সময়ই জানা গিয়েছিল তাঁর পায়ে অস্ত্রোপচার লাগবে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তিনি অস্ত্রোপচার না করে বিশ্বকাপে খেলার। টটেনহামের এই মিডফিল্ডারের সেই আশা আর পূরণ হলো না। ধারে ভিয়ারিয়ালে খেলতে আসা তারকা ফুটবলারের পায়ে অস্ত্রোপচারই করতে হবে।
লো সেলসোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর পরিবর্তে দলের একাদশে সুযোগ পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এজেকিয়েল পালাসিওসের মধ্যে একজন। প্রাথমিক দল ঘোষণার সময় স্কালোনি জানিয়েছিলেন, লো সেলসোর জায়গা পূরণ করা কঠিন হবে। তিনি বলেছিলেন, ‘সংখ্যার দিক থেকে অনেকে থাকলেও, ফুটবলের দিক থেকে নয়।’
২০ নভেম্বর বিশ্বাকাপ শুরুর এক দিন পরই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে