নিজের সেরা সময়ে ম্যাচের ফল পরিবর্তন করে দিতে জুড়ি ছিল না মারিও বালোতেল্লির। কিন্তু নিজের প্রতিভার সদ্ব্যবহার করতে না পেরে এখন হারিয়ে যাওয়া তারা ইতালিয়ান স্ট্রাইকার। ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজেও মানছেন ৩২ বছর বয়সী ফুটবলার।
লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ব্যালন ডি অর জিততে না পারার আক্ষেপ করেছেন বালোতেল্লি। দুই কিংবদন্তির কথা মিনো রাইওলা তাঁকে প্রায়ই মনে করে দিতেন বলে এমনটিও জানিয়েছেন তিনি।
বালোতেল্লি এক পডকাস্টে বলেছেন, ‘রাইওলা সব সময় আমাকে একটি বিষয়ে বলতেন। যদি মেসি-রোনালদোর অনেক ব্যালন ডি অর থাকে তবে সেটা তোমার ভুলে। সে সঠিক ছিল। আমি ক্ষমতার প্রায় ২০ ভাগ খেলতে পেরেছি।’
২০২২ সালে প্রয়াত হন সুপার এজেন্ট নামে পরিচিত রাইওলা। বালোতেল্লির সাবেক এজেন্ট ছিলেন তিনি। শুধু সাবেক ম্যানচেস্টার স্ট্রাইকারের এজেন্টই ছিলেন না, আরও অনেক বিখ্যাত ফুটবলারের এজেন্ট ছিলেন রাইওলা।
ব্যালন ডি অর না জেতার আক্ষেপ থাকলেও নিজের প্রতিভা শেষ এমনটা মনে করেন না বালোতেল্লি। সঙ্গে ইতালির হয়ে খেলার স্মৃতিও স্মরণ করেছেন তিনি। দুই মিলানের সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘যখন আজ্জুরিইদের জার্সিতে খেলি, তখনকার অনুভূতিটা অবিশ্বাস্য হয়। রবার্তো মানচিনির সঙ্গে সব সময় আমার সম্পর্ক উষ্ণ। তবে এটা সত্য নয় যে আমি ম্যানচেস্টার সিটির সঙ্গে বিতর্কে জড়িয়েছিলাম। জাতীয় দলের জন্য নিজেকে এখনও যোগ্য মনে করি।’
বালোতেল্লির মাঠের প্রতিভা নিয়ে কারও কোনো সন্দেহ না থাকলেও তাঁর আচরণ নিয়ে ছিল অনেকের প্রশ্ন। আর সেই উগ্র মনোভাবের কারণেই শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ার নষ্ট করেছেন তিনি। ইউরোপীয় ফুটবলের সেরা ক্লাবগুলোতে খেলা এই স্ট্রাইকার এখন সুইজ্যারল্যান্ডের ক্লাব সিওনের হয়ে খেলছেন।
নিজের সেরা সময়ে ম্যাচের ফল পরিবর্তন করে দিতে জুড়ি ছিল না মারিও বালোতেল্লির। কিন্তু নিজের প্রতিভার সদ্ব্যবহার করতে না পেরে এখন হারিয়ে যাওয়া তারা ইতালিয়ান স্ট্রাইকার। ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজেও মানছেন ৩২ বছর বয়সী ফুটবলার।
লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ব্যালন ডি অর জিততে না পারার আক্ষেপ করেছেন বালোতেল্লি। দুই কিংবদন্তির কথা মিনো রাইওলা তাঁকে প্রায়ই মনে করে দিতেন বলে এমনটিও জানিয়েছেন তিনি।
বালোতেল্লি এক পডকাস্টে বলেছেন, ‘রাইওলা সব সময় আমাকে একটি বিষয়ে বলতেন। যদি মেসি-রোনালদোর অনেক ব্যালন ডি অর থাকে তবে সেটা তোমার ভুলে। সে সঠিক ছিল। আমি ক্ষমতার প্রায় ২০ ভাগ খেলতে পেরেছি।’
২০২২ সালে প্রয়াত হন সুপার এজেন্ট নামে পরিচিত রাইওলা। বালোতেল্লির সাবেক এজেন্ট ছিলেন তিনি। শুধু সাবেক ম্যানচেস্টার স্ট্রাইকারের এজেন্টই ছিলেন না, আরও অনেক বিখ্যাত ফুটবলারের এজেন্ট ছিলেন রাইওলা।
ব্যালন ডি অর না জেতার আক্ষেপ থাকলেও নিজের প্রতিভা শেষ এমনটা মনে করেন না বালোতেল্লি। সঙ্গে ইতালির হয়ে খেলার স্মৃতিও স্মরণ করেছেন তিনি। দুই মিলানের সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘যখন আজ্জুরিইদের জার্সিতে খেলি, তখনকার অনুভূতিটা অবিশ্বাস্য হয়। রবার্তো মানচিনির সঙ্গে সব সময় আমার সম্পর্ক উষ্ণ। তবে এটা সত্য নয় যে আমি ম্যানচেস্টার সিটির সঙ্গে বিতর্কে জড়িয়েছিলাম। জাতীয় দলের জন্য নিজেকে এখনও যোগ্য মনে করি।’
বালোতেল্লির মাঠের প্রতিভা নিয়ে কারও কোনো সন্দেহ না থাকলেও তাঁর আচরণ নিয়ে ছিল অনেকের প্রশ্ন। আর সেই উগ্র মনোভাবের কারণেই শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ার নষ্ট করেছেন তিনি। ইউরোপীয় ফুটবলের সেরা ক্লাবগুলোতে খেলা এই স্ট্রাইকার এখন সুইজ্যারল্যান্ডের ক্লাব সিওনের হয়ে খেলছেন।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে