Ajker Patrika

ইউনাইটেডের সঙ্গে এক যুগের সম্পর্ক শেষ দে হেয়ার

ইউনাইটেডের সঙ্গে এক যুগের সম্পর্ক শেষ দে হেয়ার

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এক যুগের সম্পর্কের সমাপ্তি হলো স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়ার। গত জুনে রেড ডেভিলদের সঙ্গে চুক্তি শেষ হয় তাঁর। এরপর আর চুক্তি নবায়নের পথে হাঁটেনি দুই পক্ষ। 

৩২ বছর বয়সী দে হেয়া ওল্ড ট্রাফোর্ড ছাড়ছেন ফ্রি এজেন্ট হিসেবে। বিষয়টি আগেই নিশ্চিত ছিল। আজ ইউনাইটেড ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘আমি সকল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের এই বিদায় বার্তা পাঠাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন এখানে আনার পর আমরা অনেক কিছু অর্জন করেছি।’ 

কোচ এরিক টেন হাগ ইন্টার মিলান থেকে গোলরক্ষক আন্দ্রে ওনানাকে ওল্ড ট্রাফোর্ডে আনতে যাচ্ছেন। এই খবর চাউর হওয়ার কয়েক দিনের মাথায় ক্লাব ছাড়লেন দে হেয়া। ২০১১ সালে ১৮.৯ মিলিয়ন পাউন্ডে নিজের প্রথম ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টারে আসেন তিনি। ১২ বছরে রেড ডেভিলদের গোলপোস্টের নিচে ৫৪৫ ম্যাচে ১৯০টি ক্লিন শিট করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত