Ajker Patrika

চ্যাম্পিয়ন হতে মরিয়া মেসিদের কোচ 

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১১: ৩৬
চ্যাম্পিয়ন হতে মরিয়া মেসিদের কোচ 

অম্লমধুর পারফরম্যান্সে কাটছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এ বছর। এই ভালো তো, এই খারাপ। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লিগ ওয়ানে সান্ত্বনার জয় পেল পিএসজি। লিগ ওয়ান জিততে দৃঢ়প্রতিজ্ঞ পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

ফ্রান্সিস লে বেলে স্টেডিয়ামে লিগ ওয়ানে গতকাল পিএসজির প্রতিপক্ষ ছিল ব্রেস্ত। প্রথমে ৩৭ মিনিটে কার্লোস সোলারের গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর ৪৩ মিনিটে ফ্র্যাংক হোনোরাতের গোলে সমতায় ফেরে ব্রেস্ত। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। ড্র-ই যখন ম্যাচের একমাত্র পরিণতি মনে হচ্ছিল, তখন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পের যুগলবন্দীর ম্যাজিক। ৯০ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন এমবাপ্পে। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।

২-১ গোলের জয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল পিএসজি। ২৭ ম্যাচে ২১ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৬৬। ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করে পিএসজি কোচ বলেন, ‘আমাদের এই চ্যাম্পিয়নশিপ জিততেই হবে। দলের সবাই ঐক্যবদ্ধ—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি এমন একজন কোচ, যে দলটির ১১তম শিরোপা পেতে লড়াই করে যাব।’

পিএসজির পর পয়েন্ট তালিকায় দুইয়ে আছে মার্শেই। ২৬ ম্যাচে মার্শেইয়ের পয়েন্ট ৫৫। আগামী রোববার রেনের বিপক্ষে লিগ ওয়ানে খেলবে পিএসজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত