কাতার বিশ্বকাপের ৩২ দল এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। শুরু হয়ে গেছে ক্ষণ গণনা। এর মধ্যে ফিফা আগাম জানিয়ে দিল ২০২৬ বিশ্বকাপ ফুটবল হবে কোন কোন শহরে। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ হবে ১৬টি শহরে, যার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি শহর আছে।
বিশ্বকাপ আয়োজনের শহরগুলো হলো আমেরিকার আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, সানফ্রান্সিস্কো ও সিয়াটেল। মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াডালাজারা ও মন্টেরি এবং কানাডার টরন্টো ও ভ্যাংকুভার।
আমেরিকার এই ১১ শহরের প্রতিটি স্টেডিয়ামেই ন্যাশনাল লিগ হয়। আর মেক্সিকো সিটির বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল। এই প্রথম কোনো স্টেডিয়াম তিনবার ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ফিফা।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো দেশের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবার কোনো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে তিনটি দেশ মিলে। আমেরিকা এর আগে ১৯৯৪ বিশ্বকাপের আয়োজন করেছিল। মেক্সিকোতে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ।
আরেকটি প্রথমের সঙ্গে জড়িয়ে গেল মেক্সিকোর নাম। মেক্সিকো প্রথম দেশ, যারা তিনবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল । কানাডায় অবশ্য আগে কখনো বিশ্বকাপ হয়নি। ২০২৬ সালেই প্রথমবার দেশটিতে আয়োজন হবে ফুটবলের বিশ্ব আসর।
কাতার বিশ্বকাপের ৩২ দল এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। শুরু হয়ে গেছে ক্ষণ গণনা। এর মধ্যে ফিফা আগাম জানিয়ে দিল ২০২৬ বিশ্বকাপ ফুটবল হবে কোন কোন শহরে। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ হবে ১৬টি শহরে, যার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি শহর আছে।
বিশ্বকাপ আয়োজনের শহরগুলো হলো আমেরিকার আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, সানফ্রান্সিস্কো ও সিয়াটেল। মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াডালাজারা ও মন্টেরি এবং কানাডার টরন্টো ও ভ্যাংকুভার।
আমেরিকার এই ১১ শহরের প্রতিটি স্টেডিয়ামেই ন্যাশনাল লিগ হয়। আর মেক্সিকো সিটির বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল। এই প্রথম কোনো স্টেডিয়াম তিনবার ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ফিফা।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো দেশের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবার কোনো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে তিনটি দেশ মিলে। আমেরিকা এর আগে ১৯৯৪ বিশ্বকাপের আয়োজন করেছিল। মেক্সিকোতে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ।
আরেকটি প্রথমের সঙ্গে জড়িয়ে গেল মেক্সিকোর নাম। মেক্সিকো প্রথম দেশ, যারা তিনবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল । কানাডায় অবশ্য আগে কখনো বিশ্বকাপ হয়নি। ২০২৬ সালেই প্রথমবার দেশটিতে আয়োজন হবে ফুটবলের বিশ্ব আসর।
ম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
১৭ মিনিট আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
১ ঘণ্টা আগেট্র্যাকে ফিরলেন, রাজত্বও ফিরে পেলেন ইমরানুর রহমান। চোটের কারণে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে খেলতে পারেননি লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট। সামার অ্যাথলেটিকসে পঞ্চমবারের মতো পেলেন দ্রুততম মানবের খেতাব।
১ ঘণ্টা আগেভুটানকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আশা জাগানিয়া শুরুই করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আজ হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছেন তাঁরা।
২ ঘণ্টা আগে