Ajker Patrika

মায়ামির সঙ্গে কি নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ

ক্রীড়া ডেস্ক    
ইন্টার মায়ামির জার্সিতে এটাই কি মেসির শেষ বছর। ছবি: এএফপি
ইন্টার মায়ামির জার্সিতে এটাই কি মেসির শেষ বছর। ছবি: এএফপি

ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।

লিগস কাপে আগামীকাল ভোরে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে লড়বে মায়ামি। সেই ম্যাচের আগে উঠে আসে মেসি প্রসঙ্গ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসির সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছেন মায়ামির কর্মকর্তা। মাসচেরানোও সেটি জানেন।

এক সময় মেসির সতীর্থ থাকা মায়ামি কোচ বলেন, ‘মেসির ব্যাপারে বলব যে, আমরা সবাই আশা করছি সে চুক্তি নবায়ন করবে। সেই সিদ্ধান্ত ক্লাব ও তার মধ্যকার বিষয়। এনিয়ে গোপনে আলোচনা চলছে। যদি তারা সমঝোতায় পৌঁছায়, তাহলে সঠিক সময়ে জানানো হবে। আমি নিজেও সেসব গুঞ্জনগুলো দেখেছি। তবে এতটুকুই বলতে পারি, আমরা সবাই আশাবাদি সে আমাদের সঙ্গে থাকবে।’

পিএসজি ছেড়ে ২০২৩ সালের জুলাই মায়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে ৫৮ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত