Ajker Patrika

সম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ ৩৭০ কোটি টাকা দাবি করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ফাইল ছবি
পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ ৩৭০ কোটি টাকা দাবি করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ফাইল ছবি

বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের। পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ ৩৭০ কোটি টাকা দাবি করেছে। তাতেই সমস্যা বেড়েছে।

এত দিন এশিয়া কাপে পাকিস্তানে সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ দেওয়া হতো। সেটা এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন, এই টাকার চাপ পাকিস্তানের পক্ষে সামলানো মুশকিল। পিসিবির একটি সূত্র বলেছেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে। সবাই মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপের সম্প্রচার করতে হবে। না হলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।

সম্প্রচারকারীদের এই দাবি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ করতে পারে বলে দাবি করেছেন ওই আধিকারিক। সূত্রটি বলেছে, ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জুয়া খেলছে। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। যদি তেমনটা হয় তা হলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ হবে।

তবে এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু জানায়নি। শেষ পর্যন্ত এশিয়া কাপ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। পেহেলগামে দুর্বৃত্তদের হামলা এবং পরবর্তী দুই দেশের সামরিক যুদ্ধ সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছিল, বড় প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না ফেলতে। তার পরেও এশিয়া কাপে তাদের এক গ্রুপে রাখা হয়েছে। সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সেই ম্যাচ হওয়ার কথা

কয়েক দিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত