নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
২০১৮-১৯ মৌসুমে আবাহনীতে যোগ দেন হৃদয়। তিন বছরের মধ্যে জাতীয় দলেও সুযোগ পেয়ে যান এই মিডফিল্ডার। গত মৌসুমে তাঁর নেতৃত্বে খেলে লিগে দ্বিতীয় হয় আবাহনী। অবশ্য মৌসুম শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল নতুন ক্লাবে যাওয়ার। বাস্তবতার প্রয়োজনে বেছে নিলেন বসুন্ধরাকে।
ফেসবুকে ২৩ বছর বয়সী হৃদয় বলেন, ‘আবাহনীতে আমি আমার ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখতাম। তবে খেলোয়াড়ি জীবন সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না। সময়ের দাবিতে, বাস্তবতার প্রয়োজনে কিছু সিদ্ধান্ত নিতে হয় হৃদয়ে কষ্ট নিয়েও। সেই সিদ্ধান্ত থেকেই, আমি ২০২৫-২৬ মৌসুমের জন্য বসুন্ধরা কিংসে চুক্তিবদ্ধ হয়েছি।’
আবাহনী কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় আরও লিখেন, ‘এই সিদ্ধান্ত সহজ ছিল না। আবাহনী আমাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে গড়ে তোলেনি, আমাকে নেতৃত্ব, আত্মবিশ্বাস আর ভালোবাসা দিয়েছে। আমি কৃতজ্ঞ আবাহনী ক্লাবের কোচ, ম্যানেজার, কর্মকর্তাবৃন্দ, সহযোদ্ধা খেলোয়াড়রা এবং সবচেয়ে বড় শক্তি—আবাহনী সমর্থক গোষ্ঠীর প্রতি।’
বসুন্ধরা জার্সিতে আলো ছড়াতে প্রস্তুত হৃদয়, ‘নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিয়ে আমি বসুন্ধরা কিংসের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত। হয়তো আবারো কোনো একসময় দেখা হতে পারে আকাশী-নীল জার্সিতে।’
আবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
২০১৮-১৯ মৌসুমে আবাহনীতে যোগ দেন হৃদয়। তিন বছরের মধ্যে জাতীয় দলেও সুযোগ পেয়ে যান এই মিডফিল্ডার। গত মৌসুমে তাঁর নেতৃত্বে খেলে লিগে দ্বিতীয় হয় আবাহনী। অবশ্য মৌসুম শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল নতুন ক্লাবে যাওয়ার। বাস্তবতার প্রয়োজনে বেছে নিলেন বসুন্ধরাকে।
ফেসবুকে ২৩ বছর বয়সী হৃদয় বলেন, ‘আবাহনীতে আমি আমার ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখতাম। তবে খেলোয়াড়ি জীবন সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না। সময়ের দাবিতে, বাস্তবতার প্রয়োজনে কিছু সিদ্ধান্ত নিতে হয় হৃদয়ে কষ্ট নিয়েও। সেই সিদ্ধান্ত থেকেই, আমি ২০২৫-২৬ মৌসুমের জন্য বসুন্ধরা কিংসে চুক্তিবদ্ধ হয়েছি।’
আবাহনী কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় আরও লিখেন, ‘এই সিদ্ধান্ত সহজ ছিল না। আবাহনী আমাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে গড়ে তোলেনি, আমাকে নেতৃত্ব, আত্মবিশ্বাস আর ভালোবাসা দিয়েছে। আমি কৃতজ্ঞ আবাহনী ক্লাবের কোচ, ম্যানেজার, কর্মকর্তাবৃন্দ, সহযোদ্ধা খেলোয়াড়রা এবং সবচেয়ে বড় শক্তি—আবাহনী সমর্থক গোষ্ঠীর প্রতি।’
বসুন্ধরা জার্সিতে আলো ছড়াতে প্রস্তুত হৃদয়, ‘নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিয়ে আমি বসুন্ধরা কিংসের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত। হয়তো আবারো কোনো একসময় দেখা হতে পারে আকাশী-নীল জার্সিতে।’
বিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
২ ঘণ্টা আগেখেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ডিসেম্বরে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন সের্জিও বুসকেতস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসরের বার্তায় এমনটাই জানান ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে