Ajker Patrika

ছেলের বিয়েতে কাঁদলেন ইংলিশ কিংবদন্তি বেকহাম

ছেলের বিয়েতে কাঁদলেন ইংলিশ কিংবদন্তি বেকহাম

বিয়ে করছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহামের ছেলে ব্রুকলিন বেকহাম। পাত্রী মার্কিন অভিনেত্রী নিকোলা পেল্টজকে। তবে ছেলের বিয়ের খবর ছাপিয়ে বড় হয়ে উঠেছে বেকহামের কান্নার খবর। ছেলের বিয়েতে বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়েছেন সাবেক ম্যানইউ তারকা। 

বিয়ের অনুষ্ঠানে বেকহামের অনুভূতি কেমন ছিল জানাতে গিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ‘চার-পাঁচ মিনিটের বক্তব্যে ডেভিডকে কাঁদতে দেখা যায়। সে তখন ব্রুকলিনের জন্মের সময়টা কেমন ছিল এবং কীভাবে নিজেদের সন্তানকে বাইরের পৃথিবী থেকে রক্ষা করেছিলেন সে সম্পর্কে বলছিলেন।’ 

নিকোলা পেল্টজ ও ব্রুকলিন বেকহামছেলের জন্মের পর নিজের অবস্থা কেমন ছিল সে বর্ণনা দিতে গিয়ে বেকহাম কী বলেছেন তা উল্লেখ করে দ্য সান জানায়, ‘বেকহাম বলেছেন, সে সময় (ব্রুকলিনের জন্মের সময়) সে হাসপাতালের ফ্লোরে ঘুমিয়েছে এবং দরজা ধরে রাখত যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। কথা বলতে বলতে ডেভিডের (বেকহাম) গল ধরা আসে। তাকে এ সময় থামতে হয় এবং শ্বাস নিয়ে কথা শেষ করতে হয়। তবে এই বক্তব্যটা বেশ মধুর ছিল।’ 

৪ মিলিয়ন ডলারের এই বিয়েতে ক্রীড়া জগতের শীর্ষ তারকারা উপস্থিত ছিলেন। যাদের মাঝে সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস এবং ইভা লংগোরিয়াও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত