Ajker Patrika

মেসির বিদায়ে এখনো কষ্ট পান বার্সা সভাপতি

আপডেট : ১৮ জুন ২০২২, ১৩: ২৪
মেসির বিদায়ে এখনো কষ্ট পান বার্সা সভাপতি

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে (প্যারিস সেন্ট জার্মেই) গিয়ে এর মধ্যে এক মৌসুম কাটিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর ক্লাব ছাড়ার ফলটা বার্সায় এখনো টাটকা। মেসির শূন্যতা যে এখনো পূর্ণতা পায়নি তা অকপটে স্বীকার করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

মেসির অবদানকে স্মরণীয় করে রাখতে বার্সেলোনা উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ক্লাব সমাবেশে লাপোর্তা বলেছেন, ‘মেসির বিদায় আমাকে কষ্ট দিয়েছে। সে ২০ বছরে আমাদের অনেক গৌরবময় অর্জন এনে দিয়েছে। এজন্য আমরা তাকে সম্মান জানাতে চাই। আর এটা খুব শিগগির হতে পারে। তাকে ছাড়া ক্লাবের এত বছরের অর্জন চিন্তা করা যায় না। সে আমাদের সবকিছু দিয়েছে। তাই আমার কাছে মেসি সব সময় বার্সেলোনার।’ 

মেসির বিদায়ের পর বার্সেলোনা যে তাঁর শূন্যতা পূরণ করতে পারেনি, সে কথা স্বীকার করে ক্লাব সভাপতি লাপোর্তা বলেছেন, ‘সে ছিল এই দলের মূল ভিত্তি। যতক্ষণ না আমরা এর সমাধান করতে পারছি, এটা আমাকে কষ্ট দিচ্ছে। আশা করি আপনারা সমাধানের বিষয়ে পরামর্শ দেবেন। আর যা-ই ঘটুক না কেন, সে যা করেছে তা চিরন্তন।’ 

গত আগস্টে মেসি পিএসজিতে  নাম লেখালে ২০ বছরের সম্পর্ক ছিন্ন হয় বার্সেলোনার সঙ্গে। একটা পর্যায়ে দুই পক্ষ চুক্তির সমঝোতায় এলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে লা লিগার আর্থিক নিয়মকাঠামোর কারণে। মেসিও পিএসজিতে গিয়ে নিজেকে এখনো সেভাবে মেলে ধরতে পারেননি। অন্যদিকে এই মৌসুমটা বার্সার ভালো যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত