ম্যাচের ৮১ মিনিটে লুক ডি ইয়ংয়ের পরিবর্তে মাঠে নামেন আনসু ফাতি। লিওনেল মেসি পরবর্তী যুগে এই প্রথম বার্সেলোনার হয়ে কেউ ১০ নম্বর জার্সি পরে খেলতে নেমেছেন। সমর্থকদের উত্তেজনার পারদও ছিল তাই চূড়ায়। ফাতি নামার সময় ‘আনসু আনসু’ ধ্বনিতে প্রকম্পিত হচ্ছিল গোটা ন্যু ক্যাম্প। সমর্থকদের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি এই স্প্যানিশ তারকা। বার্সার ৩-০ গোলের জয়ে অতিরিক্ত সময়ে শেষ গোলটি আসে তাঁর কাছ থেকেই।
এই ম্যাচ দিয়ে ৩২২ দিন পর মাঠে ফিরলেন ফাতি। হাঁটুর চোটে লম্বা সময় খেলার বাইরে ছিলেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। ফাতি ফেরায় এখন আরও শক্তিশালী হলো বার্সার স্কোয়াড-সমর্থকদের উল্লাস যেন সে কথাই বলে দিচ্ছিল।
টানা তিন ম্যাচ জয়হীন থাকা বার্সা লেভান্তের বিপক্ষে ফাতি নামার আগেই জয়ের পথ পরিষ্কার করে রেখেছিল। প্রথমার্ধের ৭ মিনিটেই কাতালান পরাশক্তিদের এগিয়ে দেন ডাচ তারকা মেমফিস ডিপাই। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন ডিপাই। আক্রমণাত্মক খেলে ম্যাচের ১৪ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লুক ডি ইয়ং। প্রথমার্ধে বাকি সময়েও দাপট ছিল বার্সার। তবে আর গোলের দেখা পায়নি ন্যু ক্যাম্পের দলটি।
দ্বিতীয়ার্ধেও বলের দখল রেখে আক্রমণে এগিয়ে ছিল বার্সা। তবে একাধিকবার কাছাকাছি গিয়েও আর গোলের দেখা পায়নি তারা। শেষ দিকে লুক ডি ইয়ংয়ের জায়গায় ফাতিকে মাঠে নামায় বার্সা। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন ফাতি। ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্র নিয়ে বার্সার পয়েন্ট ১২। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭।
ম্যাচের ৮১ মিনিটে লুক ডি ইয়ংয়ের পরিবর্তে মাঠে নামেন আনসু ফাতি। লিওনেল মেসি পরবর্তী যুগে এই প্রথম বার্সেলোনার হয়ে কেউ ১০ নম্বর জার্সি পরে খেলতে নেমেছেন। সমর্থকদের উত্তেজনার পারদও ছিল তাই চূড়ায়। ফাতি নামার সময় ‘আনসু আনসু’ ধ্বনিতে প্রকম্পিত হচ্ছিল গোটা ন্যু ক্যাম্প। সমর্থকদের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি এই স্প্যানিশ তারকা। বার্সার ৩-০ গোলের জয়ে অতিরিক্ত সময়ে শেষ গোলটি আসে তাঁর কাছ থেকেই।
এই ম্যাচ দিয়ে ৩২২ দিন পর মাঠে ফিরলেন ফাতি। হাঁটুর চোটে লম্বা সময় খেলার বাইরে ছিলেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। ফাতি ফেরায় এখন আরও শক্তিশালী হলো বার্সার স্কোয়াড-সমর্থকদের উল্লাস যেন সে কথাই বলে দিচ্ছিল।
টানা তিন ম্যাচ জয়হীন থাকা বার্সা লেভান্তের বিপক্ষে ফাতি নামার আগেই জয়ের পথ পরিষ্কার করে রেখেছিল। প্রথমার্ধের ৭ মিনিটেই কাতালান পরাশক্তিদের এগিয়ে দেন ডাচ তারকা মেমফিস ডিপাই। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন ডিপাই। আক্রমণাত্মক খেলে ম্যাচের ১৪ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লুক ডি ইয়ং। প্রথমার্ধে বাকি সময়েও দাপট ছিল বার্সার। তবে আর গোলের দেখা পায়নি ন্যু ক্যাম্পের দলটি।
দ্বিতীয়ার্ধেও বলের দখল রেখে আক্রমণে এগিয়ে ছিল বার্সা। তবে একাধিকবার কাছাকাছি গিয়েও আর গোলের দেখা পায়নি তারা। শেষ দিকে লুক ডি ইয়ংয়ের জায়গায় ফাতিকে মাঠে নামায় বার্সা। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন ফাতি। ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্র নিয়ে বার্সার পয়েন্ট ১২। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১০ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৩ ঘণ্টা আগে