৯০০ গোল! ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কে এত বেশি গোল করেছেন! ফুটবলের পরিসংখ্যান রাখার পর পর্তুগিজ ফরোয়ার্ডের চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ। আন্তর্জাতিক বিরতিতে গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল করে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের কীর্তি গড়েন রোনালদো।
পরের ম্যাচে সুপার সাব হিসেবে নেমে শেষ মুহূর্তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো গোল করে এখন হাজার গোলের গণনাও শুরু করে দিয়েছেন রোনালদো। জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ৩৯ বছর বয়সী মহাতারকার গোল এখন ৯০১।
সংখ্যাটা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন গত রাতে। তবে জালের দেখা পাননি রোনালদো। বিরতি কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরার ম্যাচেই গোলহীন থাকতে হলো তাঁকে। সৌদি প্রো লিগে আল নাসরও ১-১ গোলে ড্র করেছে আল আহলির সঙ্গে। বলতে গেলে হারই এড়িয়েছেন রোনালদোরা। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি। নির্ধারিত সময় শেষে যোগ করা ৯ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে ক্লাবটি। এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে টানা সপ্তম ম্যাচে এসে গোল করতে পারলেন না রোনালদো।
এই ম্যাচ দিয়ে আল আহলির হয়ে সৌদি ফুটবলে অভিষেক হলো ইভান টোনির। ব্রেন্টফোর্ডের সাবেক তারকা সতীর্থ হিসেবে পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক দুই তারকা রবের্তো ফিরমিনো-রিয়াদ মাহরেজকে।
কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে প্রায় ২৪ হাজার দর্শকের সামনে হওয়া ম্যাচটিতে রোনালদোকে সম্মান জানিয়েছেন আল নাসর সমর্থকেরা। রোনালদোর ক্যারিয়ারের ৯০০ গোল উদ্যাপন করেছেন তাঁরা। প্রিয় ক্লাবের হলুদ জার্সি পরে বিশাল এক ব্যানার নিয়ে মাঠে এসেছিলেন আল নাসরের সমর্থকেরা। সেই ব্যানারে ছিল রোনালদোর ছবি। আর লেখা ছিল—৯০০ গোল। সঙ্গে প্রিয় তারকাকে ‘গোট’ বা ‘সর্বকালের সেরা’ লেখা জার্সিও উপহার দিয়েছেন রোনালদোর আল নাসর ভক্তরা। সেই জার্সির নম্বর ছিল—৯০০।
ভাগ্যগুণে শেষ মুহূর্তে হার এড়ালেও নিজের ওপর বিশ্বাস রাখছেন রোনালদো। ম্যাচ শেষে ম্যাচে নিজের ও সমর্থকদের সেই ব্যানারের ছবি পোস্ট করে আল নাসর ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন এমন—‘শেষ মুহূর্ত পর্যন্ত, বিশ্বাস রাখো!’
৯০০ গোল! ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কে এত বেশি গোল করেছেন! ফুটবলের পরিসংখ্যান রাখার পর পর্তুগিজ ফরোয়ার্ডের চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ। আন্তর্জাতিক বিরতিতে গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল করে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের কীর্তি গড়েন রোনালদো।
পরের ম্যাচে সুপার সাব হিসেবে নেমে শেষ মুহূর্তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো গোল করে এখন হাজার গোলের গণনাও শুরু করে দিয়েছেন রোনালদো। জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ৩৯ বছর বয়সী মহাতারকার গোল এখন ৯০১।
সংখ্যাটা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন গত রাতে। তবে জালের দেখা পাননি রোনালদো। বিরতি কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরার ম্যাচেই গোলহীন থাকতে হলো তাঁকে। সৌদি প্রো লিগে আল নাসরও ১-১ গোলে ড্র করেছে আল আহলির সঙ্গে। বলতে গেলে হারই এড়িয়েছেন রোনালদোরা। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি। নির্ধারিত সময় শেষে যোগ করা ৯ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে ক্লাবটি। এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে টানা সপ্তম ম্যাচে এসে গোল করতে পারলেন না রোনালদো।
এই ম্যাচ দিয়ে আল আহলির হয়ে সৌদি ফুটবলে অভিষেক হলো ইভান টোনির। ব্রেন্টফোর্ডের সাবেক তারকা সতীর্থ হিসেবে পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক দুই তারকা রবের্তো ফিরমিনো-রিয়াদ মাহরেজকে।
কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে প্রায় ২৪ হাজার দর্শকের সামনে হওয়া ম্যাচটিতে রোনালদোকে সম্মান জানিয়েছেন আল নাসর সমর্থকেরা। রোনালদোর ক্যারিয়ারের ৯০০ গোল উদ্যাপন করেছেন তাঁরা। প্রিয় ক্লাবের হলুদ জার্সি পরে বিশাল এক ব্যানার নিয়ে মাঠে এসেছিলেন আল নাসরের সমর্থকেরা। সেই ব্যানারে ছিল রোনালদোর ছবি। আর লেখা ছিল—৯০০ গোল। সঙ্গে প্রিয় তারকাকে ‘গোট’ বা ‘সর্বকালের সেরা’ লেখা জার্সিও উপহার দিয়েছেন রোনালদোর আল নাসর ভক্তরা। সেই জার্সির নম্বর ছিল—৯০০।
ভাগ্যগুণে শেষ মুহূর্তে হার এড়ালেও নিজের ওপর বিশ্বাস রাখছেন রোনালদো। ম্যাচ শেষে ম্যাচে নিজের ও সমর্থকদের সেই ব্যানারের ছবি পোস্ট করে আল নাসর ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন এমন—‘শেষ মুহূর্ত পর্যন্ত, বিশ্বাস রাখো!’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে