Ajker Patrika

মেসিবিহীন পিএসজির জয়ের রাতে রোনালদোকে ছাড়া জিততে পারল না ম্যানইউ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯: ১৪
মেসিবিহীন পিএসজির জয়ের রাতে রোনালদোকে ছাড়া জিততে পারল না ম্যানইউ

লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিকে তুলে নিয়ে আশরাফ হাকিমিকে নামিয়েছিলেন মরিসিও পচেত্তিনো। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সেই ম্যাচ জিতলেও এ নিয়ে কম আলোচনা হয়নি। পরের ম্যাচেই হাকিমি বুঝিয়ে দিলেন পিএসজি কোচের সেদিনের সিদ্ধান্ত ফেলে দেওয়ার মতো ছিল না! মেসির অনুপস্থিতিতে কাল রাতে মেসের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন এই হাকিমিই। 

হাঁটুতে চোট পাওয়ায় মেসি এই ম্যাচে খেলতে পারেননি। সাবেক বার্সা ফরোয়ার্ড না থাকলেও ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল পিএসজির। গোল পেতেও সময় লাগেনি। প্রথম সুযোগটাই কাজে লাগালেন হাকিমি। বল জালে না জড়ালেও গোললাইন অতিক্রম করায় ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এগিয়ে গিয়েও একের পর আক্রমণ করে তটস্থ রাখে মেসের রক্ষণভাগ। মাঝমাঠে বলের পজিশনে দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন ফরাসি জায়ান্টরা। তবে নিজেদের রক্ষণের ভুলে প্রথমার্ধেই গোল হজম করে পিএসজি। 

১-১ গোলের সমতায় ম্যাচ এগোচ্ছিল। তবে গোল পেতে মরিয়া পচেত্তিনো বিরতির পর ৬৫ মিনিটে দুটি পরিবর্তন আনেন মিডফিল্ডে। আন্দের এরেরা ও আনহেল দি মারিয়াকে নামান রাফিনহা ও ভাইনালডমকে তুলে। দুটি পরিবর্তনের পর আক্রমণের ধার বাড়লেও গোলমুখ খুলতে পারছিলেন না নেইমার-এমবাপ্পেরা। নির্ধারিত সময় শেষেও ম্যাচের ফল যা ছিল তাই। নাটকের শেষ মঞ্চায়ন এর পরেই। ৯১ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ডিলান ব্রোন। ১০ জনের দলে পরিণত হয় মেস। সুযোগটা হাতছাড়া করেনি পিএসজি। 

প্রথম গোল করা সেই হাকিমি আবারও দৃশ্যপটে। ম্যাচের একদম অন্তিম লগ্নে প্রায় মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো বলে জায়গা বানিয়ে নিয়ে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। লিগে এ নিয়ে পিএসজির টানা সপ্তম জয়। আর মেসের বিপক্ষে টানা ১১ জয়। ম্যাচে ৭৪ শতাংশ বল দখল ছিল পিএসজির। গোলের শট নেয় ১৫টি, যার পাঁচটি লক্ষ্যে। মেসের ছয় শটের দুটি লক্ষ্যে ছিল। 

এ দিকে স্প্যানিশ লা লিগায় মার্কো আসেনসিওর হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। আর ইএফএল কাপে রোনালদোবিহীন ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হামের কাছে হেরেছে ১-০ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত