Ajker Patrika

শীর্ষে থেকেই বিশ্বকাপে ব্রাজিল, তিনে আর্জেন্টিনা

শীর্ষে থেকেই বিশ্বকাপে ব্রাজিল, তিনে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবলে দারুণ ছন্দে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে লাতিন আমেরিকার দুটি দলই আছে সেরা তিনে। আজ ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে নেইমারের দল, লিওনেল মেসিরা আছে তিন নম্বরে। 

বিশ্বকাপের আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকায় র‍্যাঙ্কিংয়ের চূড়ায় থেকেই কাতারে যাচ্ছ ব্রাজিল। 

ব্রাজিল এ বছর ৮ ম্যাচ খেলে অপরাজিত আছে। তাদের পর আছে বেলজিয়াম। তিনে থাকা আর্জেন্টিনা টানা ৩৫ ম্যাচ অপরাজিত। চার এবং পাঁচ নম্বরে আছে বতর্মান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। উয়েফা নেশনস লিগে বাজে পারফরম্যান্সের পরও আগের জায়গাতেই আছে ফরাসি এবং ইংলিশরা। 

শীর্ষ দশে থাকা দলগুলোর মধ্যে শুধু ইতালি এবং স্পেনের জায়গা পরিবর্তন হয়েছে। সাত থেকে ছয়ে উঠে এসেছে ইতালি। আর স্পেন ছয় থেকে সাতে নেমে গেছে। এরপর নেদারল্যান্ডস, পর্তুগাল এবং ডেনমার্ক। 

নেশনস লিগের সেমিফাইনালে ওঠায় তিন ধাপ এগিয়েছে ক্রোয়েশিয়া। ১৫ থেকে ১২তে উঠে এসেছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ দলটি। 

বাংলাদেশের অবস্থান অবশ্য নড়চড় হয়নি। ১৯২ নম্বরেই আছে জামাল ভূঁইয়ার দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত