নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফায় নালিশ জানিয়েছিলেন ব্রিটিশ কোচ জেমি ডে। জাতীয় দলের সাবেক কোচের করা নালিশে ৮৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে বাফুফেকে। এর আগে জাতীয় দলের সহকারী কোচ রেনে কোস্টারের বকেয়া পাওনার জন্যও বাফুফেকে জরিমানা করেছিল ফিফা।
গত বছর সেপ্টেম্বরে সাফের আগে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব থেকে জেমি ডেকে অব্যাহতি দেয় বাফুফে। জেমির পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাফে কোচের দায়িত্ব পালন করেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। এই বছরের জানুয়ারিতে জেমিকে আনুষ্ঠানিকভাবে ছাঁটাই করে বাফুফে।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে রেকর্ড তিন বছর কোচের দায়িত্বে ছিলেন জেমি ডে। এই বছরের আগস্টে শেষ হওয়ার কথা ছিল চুক্তির মেয়াদ। সেপ্টেম্বরে অব্যাহতি পাওয়ার পর জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন পেয়েছেন জেমি। জানুয়ারিতে ছাঁটাই করার পর ব্রিটিশ কোচের পারিশ্রমিক দেওয়া বন্ধ করে দেয় বাফুফে। নতুন চুক্তিতে প্রতি মাসে ১২ হাজার ডলার পারিশ্রমিক পেতেন জেমি। পাওনা ৭ মাসের পারিশ্রমিকের দাবিতে দ্বারস্থ হন ফিফার কাছে।
গত ১১ অক্টোবর শুনানি শুরু হয়েছিল জেমির পাওনা পারিশ্রমিকের মামলার। আজ বাফুফেকে জেমির পাওনা পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ফিফা। লন্ডন থেকে বিষয়টি নিশ্চিত করে জেমি ডে আজকের পত্রিকাকে বলেছেন, ‘ফিফা আমার পক্ষে রায় দিয়েছে। আমার পক্ষে এর বেশি বলা আর সম্ভব নয়।’
টাকার অঙ্ক ঠিক কত সেই বিষয়টি পরিষ্কার করেননি জেমি। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ শুধু বলেছেন, ‘ফিফা বাফুফেকে জেমি ডের নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পরিশোধের অনুরোধ জানিয়েছে। ফিফার নিকট আপিলের প্রক্রিয়া অনুসরণের জন্য বাফুফের আইনজীবীরা কাজ করছেন।’
বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফায় নালিশ জানিয়েছিলেন ব্রিটিশ কোচ জেমি ডে। জাতীয় দলের সাবেক কোচের করা নালিশে ৮৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে বাফুফেকে। এর আগে জাতীয় দলের সহকারী কোচ রেনে কোস্টারের বকেয়া পাওনার জন্যও বাফুফেকে জরিমানা করেছিল ফিফা।
গত বছর সেপ্টেম্বরে সাফের আগে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব থেকে জেমি ডেকে অব্যাহতি দেয় বাফুফে। জেমির পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাফে কোচের দায়িত্ব পালন করেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। এই বছরের জানুয়ারিতে জেমিকে আনুষ্ঠানিকভাবে ছাঁটাই করে বাফুফে।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে রেকর্ড তিন বছর কোচের দায়িত্বে ছিলেন জেমি ডে। এই বছরের আগস্টে শেষ হওয়ার কথা ছিল চুক্তির মেয়াদ। সেপ্টেম্বরে অব্যাহতি পাওয়ার পর জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন পেয়েছেন জেমি। জানুয়ারিতে ছাঁটাই করার পর ব্রিটিশ কোচের পারিশ্রমিক দেওয়া বন্ধ করে দেয় বাফুফে। নতুন চুক্তিতে প্রতি মাসে ১২ হাজার ডলার পারিশ্রমিক পেতেন জেমি। পাওনা ৭ মাসের পারিশ্রমিকের দাবিতে দ্বারস্থ হন ফিফার কাছে।
গত ১১ অক্টোবর শুনানি শুরু হয়েছিল জেমির পাওনা পারিশ্রমিকের মামলার। আজ বাফুফেকে জেমির পাওনা পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ফিফা। লন্ডন থেকে বিষয়টি নিশ্চিত করে জেমি ডে আজকের পত্রিকাকে বলেছেন, ‘ফিফা আমার পক্ষে রায় দিয়েছে। আমার পক্ষে এর বেশি বলা আর সম্ভব নয়।’
টাকার অঙ্ক ঠিক কত সেই বিষয়টি পরিষ্কার করেননি জেমি। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ শুধু বলেছেন, ‘ফিফা বাফুফেকে জেমি ডের নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পরিশোধের অনুরোধ জানিয়েছে। ফিফার নিকট আপিলের প্রক্রিয়া অনুসরণের জন্য বাফুফের আইনজীবীরা কাজ করছেন।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে