Ajker Patrika

‘তিন ম্যাচ খেলবে না মেসি’

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৮: ০৪
‘তিন ম্যাচ খেলবে না মেসি’

ব্যস্ত সূচির কারণে ইন্টার মায়ামিতে নিশ্বাস ফেলারই সময় পাচ্ছেন না লিওনেল মেসি। লিগস কাপ, ইউএস ওপেন কাপ, মেজর সকার লিগ (এমএলএস)—সব টুর্নামেন্টেই খেলেছেন মেসি। এবার ক্লাবটির হয়ে কয়েক ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।

লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ২২ জুলাই হয়েছিল এই ম্যাচ। লিগস কাপে এরপর আরও ৬ ম্যাচ খেলেছে মায়ামি। ইউএস ওপেন কাপের সেমিতে খেলেছেন তিনি। রেড বুল এরিনাতে আজ এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল নিউইয়র্ক রেড বুলস। টানা আট ম্যাচের ধকল কাটাতে মেসিকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। শুরুর একাদশে না থাকলেও পরে তাঁকে নামিয়েছেন মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। 

অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের খেলা শুরু হচ্ছে সেপ্টেম্বরে। ৮ সেপ্টেম্বর প্রতিপক্ষ ইকুয়েডর। আর ১২ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সূচি অনুযায়ী সেপ্টেম্বরে মায়ামির ৬ ম্যাচ খেলার কথা। এ কারণেই মেসিকে বিশ্রাম দেওয়া হবে বলে জানিয়েছেন মায়ামির কোচ মার্তিনো। মায়ামির অফিশিয়াল ওয়েবসাইটে মার্তিনো বলেন, ‘এটার (খেলোয়াড়দের বিশ্রাম নেওয়া) সঙ্গে আমাদের অভ্যস্ত হতে হবে। কারণ, মেসি তার জাতীয় দলে যোগ দিচ্ছে। সে এই বছর কমপক্ষে তিন ম্যাচ মিস করবে। আগামী বছরও একই অবস্থা হবে। আমাদের বুঝতে হবে যে যখন সে খেলবে না, তখনো আমাদের ফলের দরকার হবে।’

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ গোল করেছেন এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। তিন ম্যাচে করেছেন জোড়া গোল। যেখানে লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে মায়ামির জার্সিতে অভিষেক হয় তাঁর। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি কিকে অভিষেকেই গোল করেছেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মায়ামি। এমএলএসে আজ অভিষেকেও দুর্দান্ত গোল করেছেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত