বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির প্রথম জন্মদিন বলে কথা। সেই উদ্যাপন তো এত তাড়াতাড়ি শেষ হবার নয়। পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপন করে তা আরও স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার।
৩৬ বছর মেসি পূর্ণ করেছেন গত পরশু। নিজের ৩৬তম জন্মদিন উদ্যাপন করতে তিনি গেছেন রোজারিওতে। গতকাল পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন মেসি। বাড়িতে করা জন্মদিনের আয়োজন ছিল দারুণ। পরিবারের সঙ্গে ছবি তুলে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। টেবিলে রাখা জন্মদিনের কেকের ওপর হলুদ রঙে লেখা ছিল ৩৬। আর বড় করে লেখা ৩৬ সংখ্যা সুতোয় ঝুলিয়েছেন। ঝুলিয়ে দেওয়া এই সংখ্যাটিও হলুদ রঙের। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ। রোজারিওতে এ রকম জন্মদিন উদ্যাপন খুব উপভোগ করছি। খুব ভালো লাগছে।’
গত পরশু জন্মদিনের দিন মেসিকে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে দারুণভাবে স্বাগত জানানো হয়। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। মেসি এই ম্যাচে খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার হ্যাটট্রিক করে জন্মদিন রাঙিয়েছেন নিজের মতো করে।
বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির প্রথম জন্মদিন বলে কথা। সেই উদ্যাপন তো এত তাড়াতাড়ি শেষ হবার নয়। পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপন করে তা আরও স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার।
৩৬ বছর মেসি পূর্ণ করেছেন গত পরশু। নিজের ৩৬তম জন্মদিন উদ্যাপন করতে তিনি গেছেন রোজারিওতে। গতকাল পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন মেসি। বাড়িতে করা জন্মদিনের আয়োজন ছিল দারুণ। পরিবারের সঙ্গে ছবি তুলে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। টেবিলে রাখা জন্মদিনের কেকের ওপর হলুদ রঙে লেখা ছিল ৩৬। আর বড় করে লেখা ৩৬ সংখ্যা সুতোয় ঝুলিয়েছেন। ঝুলিয়ে দেওয়া এই সংখ্যাটিও হলুদ রঙের। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ। রোজারিওতে এ রকম জন্মদিন উদ্যাপন খুব উপভোগ করছি। খুব ভালো লাগছে।’
গত পরশু জন্মদিনের দিন মেসিকে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে দারুণভাবে স্বাগত জানানো হয়। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। মেসি এই ম্যাচে খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার হ্যাটট্রিক করে জন্মদিন রাঙিয়েছেন নিজের মতো করে।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
১২ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
২ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
৩ ঘণ্টা আগে