Ajker Patrika

বিশেষ দিনেই বেনজামাকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১১: ২২
বিশেষ দিনেই বেনজামাকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের জন্য গতকালের রাতটা ছিল বিশেষ। এত দিন ফ্রান্সের আক্রমণভাগের নেতা হলেও গতকাল দলটির নেতা হিসেবে অভিষেক হয়েছে তাঁর। বিশেষ দিনটিও রাঙিয়েছেন জোড়া গোল করে।

অভিষেক দিনটা যেন বিশ্বকাপে যেভাবে শেষ করেছিলেন ঠিক সেভাবেই শুরু করেছেন এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুটটিসহ ৪ গোল করেছিলেন তিনি। গতকাল ইউরো বাছাইয়ে সেদিনের অর্ধেক গোল করেছেন। নেতৃত্বের শুরুটাও সামনে থেকে দুর্দান্ত করলেন।

নিজেদের মাঠ স্টাডে ডি ফ্রান্সের জোড়া গোলে করিম বেনজামাকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ফরাসিদের সর্বোচ্চ গোলের তালিকায় ৩৮ গোলে গতকাল পাঁচে উঠে এসেছেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার। পূর্বসূরির কীর্তি পেছনে ফেলতে ৬৬ ম্যাচ খেলেছেন পিএসজি তারকা।

এত দিন ৯৭ ম্যাচে ৩৭ গোলে পাঁচে ছিলেন বেনজামা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে পেছনে ফেললেও সর্বোচ্চ গোলদাতা হতে হলে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে এমবাপ্পেকে। তবে যেভাবে দুর্দান্ত ছন্দে আছেন, ক্যারিয়ার শেষে নিশ্চয়ই সবাইকে ছাড়িয়ে যাবেন তিনি। বর্তমানে ১২০ ম্যাচে ৫৩ গোলে শীর্ষে আছেন তাঁরই সতীর্থ অলিভিয়ের জিরু।

নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে ফ্রান্সের হয়ে এমবাপ্পের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান এবং দায়োত উপামেকানো। গোল উৎসবের শুরুটা করেছিলেন গ্রিজমান।

গ্রিজমানের ১ মিনিট ৫৫ সেকেন্ডের গোলটিকে বলা হচ্ছে ২০০৬ সালের ১১ অক্টোবরের পর ফ্রান্সের হয়ে সবচেয়ে দ্রুততম গোল। এই মিডফিল্ডারের আগে সর্বশেষ দ্রুততম গোলটি করেছিল ৩৭ সেকেন্ডে লুইস সাহা। এই গোলে সর্বোচ্চ গোলের সংখ্যাটাও বাড়িয়ে নিয়েছেন তিনি। বর্তমানে ১১৮ ম্যাচে ৪৩ গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলের তালিকায় তিনে আছেন আতলেতিকো মাদ্রিদ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত