ক্রীড়া ডেস্ক
৩৯ থেকে ৪০-এ উঠতে ক্রিস্টিয়ানো রোনালদোর আর বেশি সময় বাকি নেই। পর্তুগিজ তারকার ৪০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। জন্মদিনের আগে নিজেকেই নিজে দিলেন উপহার। উদযাপনেও এনেছেন ভিন্নতা।
রিয়াদের আল-আওয়াল পার্কে গত রাতে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল ওয়াসল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে জোড়া গোল করেন রোনালদো। নিজের প্রথম গোল ৪৪ মিনিটে পেনাল্টি থেকে করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। জন্মদিনের আগে জন্মদিন রাঙিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভিন্ন রকম এক উদযাপন করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নতুন এই উদ্যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদযাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।
Ronaldo celebration 💛 pic.twitter.com/UlDBWWVpub
— Ali (@11l_p) February 3, 2025
রোনালদোর জোড়া গোলের দিনে আল নাসর জিতেছে ৪-০ গোলে। ২৫ ও ৮৮ মিনিটে দলটির বাকি দুই গোল করেছেন আলী আলহাসান ও মোহামেদ আল-ফাতিল। জয়ের পর উদযাপনের কিছু মুহূর্ত পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘২ গোল এবং জয়।’ ম্যাচের শেষে দুইটা ফুটবলের ইমোজি বসিয়েছেন রোনালদো। ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে এখন আল নাসর। ৭ ম্যাচে ৫ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৬।
আল ওয়াসলের বিপক্ষে জোড়া গোল করায় পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯২৩। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৭ গোল পেছনে তিনি। যেভাবে এগোচ্ছেন, তাতে পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে এই লক্ষ্য অর্জন করা অসম্ভব কিছু নয়।
৩৯ থেকে ৪০-এ উঠতে ক্রিস্টিয়ানো রোনালদোর আর বেশি সময় বাকি নেই। পর্তুগিজ তারকার ৪০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। জন্মদিনের আগে নিজেকেই নিজে দিলেন উপহার। উদযাপনেও এনেছেন ভিন্নতা।
রিয়াদের আল-আওয়াল পার্কে গত রাতে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল ওয়াসল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে জোড়া গোল করেন রোনালদো। নিজের প্রথম গোল ৪৪ মিনিটে পেনাল্টি থেকে করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। জন্মদিনের আগে জন্মদিন রাঙিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভিন্ন রকম এক উদযাপন করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নতুন এই উদ্যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদযাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।
Ronaldo celebration 💛 pic.twitter.com/UlDBWWVpub
— Ali (@11l_p) February 3, 2025
রোনালদোর জোড়া গোলের দিনে আল নাসর জিতেছে ৪-০ গোলে। ২৫ ও ৮৮ মিনিটে দলটির বাকি দুই গোল করেছেন আলী আলহাসান ও মোহামেদ আল-ফাতিল। জয়ের পর উদযাপনের কিছু মুহূর্ত পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘২ গোল এবং জয়।’ ম্যাচের শেষে দুইটা ফুটবলের ইমোজি বসিয়েছেন রোনালদো। ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে এখন আল নাসর। ৭ ম্যাচে ৫ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৬।
আল ওয়াসলের বিপক্ষে জোড়া গোল করায় পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯২৩। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৭ গোল পেছনে তিনি। যেভাবে এগোচ্ছেন, তাতে পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে এই লক্ষ্য অর্জন করা অসম্ভব কিছু নয়।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে