আজ লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে যেন উজ্জীবিত করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডার নিজেদের খুব শক্তিশালী দল মনে করেন।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে, যেখানে এবারের বিশ্বকাপে ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার নিজেও। কোয়ার্টার ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমাদের দলটা দারুণ, ইতিহাসও ভালো। অনেক তারকা খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। আমরা একসঙ্গে খেলি এবং খেলাটা বেশ উপভোগ করি। যখন আমরা মাঠে খেলি, আমাদের সেরাটাই দিই।’
ম্যাক অ্যালিস্টার নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। তবে নেদারল্যান্ডস দলেরও প্রশংসা করেছেন। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘তারা খুব দারুণ দল। আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আমরা তাদের খেলা দেখেছি। তাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
আজ লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে যেন উজ্জীবিত করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডার নিজেদের খুব শক্তিশালী দল মনে করেন।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে, যেখানে এবারের বিশ্বকাপে ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার নিজেও। কোয়ার্টার ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমাদের দলটা দারুণ, ইতিহাসও ভালো। অনেক তারকা খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। আমরা একসঙ্গে খেলি এবং খেলাটা বেশ উপভোগ করি। যখন আমরা মাঠে খেলি, আমাদের সেরাটাই দিই।’
ম্যাক অ্যালিস্টার নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। তবে নেদারল্যান্ডস দলেরও প্রশংসা করেছেন। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘তারা খুব দারুণ দল। আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আমরা তাদের খেলা দেখেছি। তাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে