Ajker Patrika

আর্জেন্টিনা শক্তিশালী দল, বলছেন ম্যাক অ্যালিস্টার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১: ১৮
আর্জেন্টিনা শক্তিশালী দল, বলছেন ম্যাক অ্যালিস্টার

আজ লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে যেন উজ্জীবিত করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডার নিজেদের খুব শক্তিশালী দল মনে করেন।

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে, যেখানে এবারের বিশ্বকাপে ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার নিজেও। কোয়ার্টার ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমাদের দলটা দারুণ, ইতিহাসও ভালো। অনেক তারকা খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। আমরা একসঙ্গে খেলি এবং খেলাটা বেশ উপভোগ করি। যখন আমরা মাঠে খেলি, আমাদের সেরাটাই দিই।’

ম্যাক অ্যালিস্টার নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। তবে নেদারল্যান্ডস দলেরও প্রশংসা করেছেন। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘তারা খুব দারুণ দল। আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আমরা তাদের খেলা দেখেছি। তাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’ 

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত