প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে