প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৯ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
১০ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১০ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১০ ঘণ্টা আগে