হারের ভয়ই বাংলাদেশের ‘সর্বনাশ’ করছে, মনে করেন কোচ
দুঃসময়ের চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ বাংলাদেশ খেলছে তিন অধিনায়কের অধীনে। তবু আশাবাদী হওয়ার মতো কিছু করতে পারছে না দলটি। বাংলাদেশের এমন বাজে অবস্থায় দলের রোগ ধরতে পেরেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।