ক্রীড়া ডেস্ক
টেস্ট, ওয়ানডে দুই সিরিজই শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। দুই সিরিজেই দেখা গেছে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। পাল্লেকেলেতে আজ টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ নামে পুরোনো ক্ষতে প্রলেপ লাগাতে। কিন্তু কিসের কী! সিরিজের শুরুটা বাংলাদেশের হয়েছে বেশ বাজে।
টি-টোয়েন্টিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা যে এখনো শিখতে পারেনি বাংলাদেশ। আইপিএল তো বটেই, এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ২০০ ছাড়ানো ইনিংস দেখা যায় হরহামেশাই। অথচ বাংলাদেশ ব্যাটিং করছে পুরোনো ধাঁচে। যত ব্যাটিংবান্ধব পিচই হোক, বাংলাদেশ খেলে ওয়ানডে মেজাজে। পাল্লেকেলেতে আজ প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের আয়েশি জয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
১৫৫ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাংকা। প্রথম ২৭ বলে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান করে লঙ্কানরা। জয়ের লক্ষ্যে নেমে অর্ধেক রান করার পর স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন নিশাংকা।
বিস্ফোরক উদ্বোধনী জুটি ভাঙার পর শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ১ উইকেটে ৭৮ রান। প্রথম উইকেট পড়ার পর রান তোলার গতি কিছুটা কমে যায়। প্রথম পাওয়ার-প্লে (প্রথম ৬ ওভার) লঙ্কানরা শেষ করে ১ উইকেটে ৮৩ রানে। দ্বিতীয় উইকেটে দুই কুশল (কুশল পেরেরা-কুশল মেন্ডিস) গড়েন ৪৯ বলে ৪২ রানের জুটি। ১৩তম ওভারের পঞ্চম বলে কুশল পেরেরাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। ২৫ বলে ২৪ রান করেন কুশল পেরেরা। শ্রীলঙ্কার ঝোড়ো ইনিংসে তাঁর ওয়ানডে সুলভ ব্যাটিংটা একটু অবাক করার মতোই।
জিততে যখন ৬ রান দরকার, সেই মুহূর্তে শ্রীলঙ্কা হারিয়েছে তৃতীয় উইকেট। শর্ট এক্সট্রা কাভারে উড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন শামীম পাটোয়ারী। ৫১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন কুশল মেন্ডিস। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন মেন্ডিসের উইকেট। এরপর ১৯তম ওভারের শেষ বলে তানজিম সাকিবকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন চারিথ আসালাঙ্কা। ৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে লঙ্কানরা। ৭৩ রান করে কুশল মেন্ডিস হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে। ১২০ বলের ইনিংসে ৩৯ বল ডট খেলেছে সফরকারীরা। যেখানে মাঝের ১০ ওভারে (সপ্তম থেকে ১৬ ওভার) ৩ উইকেট হারিয়ে যোগ করেছে ৬২ রান। এই ১০ ওভারে ৬.২ রানরেটই বাংলাদেশকে অনেকটা ছিটকে দিয়েছে ম্যাচ থেকে।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন নাঈম শেখ। ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তিনি রান করেছেন ১১০.৩৪ স্ট্রাইকরেটে। শ্রীলঙ্কার মাহিশ তিকশানা নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নুয়ান তুষারা, দাসুন শানাকা ও জেফরি ভ্যান্ডারসে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রান করার পর শেষ দুই ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়েছিলেন লিটন। পাল্লেকেলেতে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিনি ফিরলেন অধিনায়ক হয়েই। নেতা হিসেবে দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ১১ বলে করেছেন ৬ রান। ১৩ জুলাই ডাম্বুলায় হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
টেস্ট, ওয়ানডে দুই সিরিজই শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। দুই সিরিজেই দেখা গেছে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। পাল্লেকেলেতে আজ টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ নামে পুরোনো ক্ষতে প্রলেপ লাগাতে। কিন্তু কিসের কী! সিরিজের শুরুটা বাংলাদেশের হয়েছে বেশ বাজে।
টি-টোয়েন্টিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা যে এখনো শিখতে পারেনি বাংলাদেশ। আইপিএল তো বটেই, এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ২০০ ছাড়ানো ইনিংস দেখা যায় হরহামেশাই। অথচ বাংলাদেশ ব্যাটিং করছে পুরোনো ধাঁচে। যত ব্যাটিংবান্ধব পিচই হোক, বাংলাদেশ খেলে ওয়ানডে মেজাজে। পাল্লেকেলেতে আজ প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের আয়েশি জয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
১৫৫ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাংকা। প্রথম ২৭ বলে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান করে লঙ্কানরা। জয়ের লক্ষ্যে নেমে অর্ধেক রান করার পর স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন নিশাংকা।
বিস্ফোরক উদ্বোধনী জুটি ভাঙার পর শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ১ উইকেটে ৭৮ রান। প্রথম উইকেট পড়ার পর রান তোলার গতি কিছুটা কমে যায়। প্রথম পাওয়ার-প্লে (প্রথম ৬ ওভার) লঙ্কানরা শেষ করে ১ উইকেটে ৮৩ রানে। দ্বিতীয় উইকেটে দুই কুশল (কুশল পেরেরা-কুশল মেন্ডিস) গড়েন ৪৯ বলে ৪২ রানের জুটি। ১৩তম ওভারের পঞ্চম বলে কুশল পেরেরাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। ২৫ বলে ২৪ রান করেন কুশল পেরেরা। শ্রীলঙ্কার ঝোড়ো ইনিংসে তাঁর ওয়ানডে সুলভ ব্যাটিংটা একটু অবাক করার মতোই।
জিততে যখন ৬ রান দরকার, সেই মুহূর্তে শ্রীলঙ্কা হারিয়েছে তৃতীয় উইকেট। শর্ট এক্সট্রা কাভারে উড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন শামীম পাটোয়ারী। ৫১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন কুশল মেন্ডিস। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন মেন্ডিসের উইকেট। এরপর ১৯তম ওভারের শেষ বলে তানজিম সাকিবকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন চারিথ আসালাঙ্কা। ৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে লঙ্কানরা। ৭৩ রান করে কুশল মেন্ডিস হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে। ১২০ বলের ইনিংসে ৩৯ বল ডট খেলেছে সফরকারীরা। যেখানে মাঝের ১০ ওভারে (সপ্তম থেকে ১৬ ওভার) ৩ উইকেট হারিয়ে যোগ করেছে ৬২ রান। এই ১০ ওভারে ৬.২ রানরেটই বাংলাদেশকে অনেকটা ছিটকে দিয়েছে ম্যাচ থেকে।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন নাঈম শেখ। ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তিনি রান করেছেন ১১০.৩৪ স্ট্রাইকরেটে। শ্রীলঙ্কার মাহিশ তিকশানা নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নুয়ান তুষারা, দাসুন শানাকা ও জেফরি ভ্যান্ডারসে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রান করার পর শেষ দুই ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়েছিলেন লিটন। পাল্লেকেলেতে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিনি ফিরলেন অধিনায়ক হয়েই। নেতা হিসেবে দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ১১ বলে করেছেন ৬ রান। ১৩ জুলাই ডাম্বুলায় হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৩ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে