নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ পাননি নাঈম শেখ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অবশেষে তাঁর দীর্ঘ অপেক্ষা ফুরোল। ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার।
পাল্লেকেলেতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। যে শ্রীলঙ্কার বিপক্ষে নাঈম আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছিলেন, সেই লঙ্কানদের বিপক্ষে আজ ফিরলেন এই বাঁহাতি ব্যাটার। নাঈমের মতো ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। ব্যাটিং লাইনআপে অধিনায়ক লিটন দাসের সঙ্গে থাকছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ওয়ানডে সিরিজ মিস করা রিশাদ হোসেন ফিরেছেন টি-টোয়েন্টিতে। তাঁর লেগস্পিনের সঙ্গে ব্যাটিংটাও কার্যকরী হতে পারে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক আসালাঙ্কাসহ আরও থাকছেন পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও দাসুন শানাকা। এর আগে শ্রীলঙ্কার জার্সিতে করুণারত্নে সবশেষ খেলেছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। শানাকা আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছিলেন গত বছর।
১৩ জুলাই ডাম্বুলায় হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, চামিকা করুণারত্নে
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ পাননি নাঈম শেখ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অবশেষে তাঁর দীর্ঘ অপেক্ষা ফুরোল। ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার।
পাল্লেকেলেতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। যে শ্রীলঙ্কার বিপক্ষে নাঈম আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছিলেন, সেই লঙ্কানদের বিপক্ষে আজ ফিরলেন এই বাঁহাতি ব্যাটার। নাঈমের মতো ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। ব্যাটিং লাইনআপে অধিনায়ক লিটন দাসের সঙ্গে থাকছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ওয়ানডে সিরিজ মিস করা রিশাদ হোসেন ফিরেছেন টি-টোয়েন্টিতে। তাঁর লেগস্পিনের সঙ্গে ব্যাটিংটাও কার্যকরী হতে পারে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক আসালাঙ্কাসহ আরও থাকছেন পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও দাসুন শানাকা। এর আগে শ্রীলঙ্কার জার্সিতে করুণারত্নে সবশেষ খেলেছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। শানাকা আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছিলেন গত বছর।
১৩ জুলাই ডাম্বুলায় হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, চামিকা করুণারত্নে
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে