Ajker Patrika

‘তারা চেয়েছে আমরা জিতব না, ওরাও জিতবে না’

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৬: ০৫
‘তারা চেয়েছে আমরা জিতব না, ওরাও জিতবে না’

২৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এর মধ্যে শেষ হয়েছে টেস্ট সিরিজ। সিরিজটি নিয়ে উত্তেজনার পারদ চূড়ায় উঠলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে ক্রীড়ামোদীদের। আর সেটা তিন টেস্টের উইকেট নিয়ে। পাঁচ দিনেও উইকেটের আচরণ পরিবর্তন না হওয়ায় ডিমেরিট পয়েন্ট পেতে হয় রাওয়ালপিন্ডিকে।

করাচিতে দ্বিতীয় টেস্টেও একই অবস্থা ছিল। সেটার কপালেও ড্র জোটে। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত লাহোরে শেষ টেস্টের কপালেও একই লিখন ধরে নিয়েছিল সবাই। তবে শেষ দিনের রোমাঞ্চে লাহোর টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। এমন একটা সিরিজের পর বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আকতার। এ জন্য টিম ম্যানেজমেন্ট আর বোর্ডকে ধুয়ে দিয়েছেন শোয়েব।

লাহোর টেস্ট হেরে পাকিস্তানের সিরিজ হারের পর শোয়েব বলছেন, ‘খুবই হতাশাজনক সিরিজ। একদম নির্বোধের মতো খেলা। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট উভয়েই সিরিজ ড্র করার চিন্তা করেছে। তারা চেয়েছে আমরা জিতব না, ওরাও জিতবে না। স্রেফ ড্র দিয়েই সিরিজ শেষ করে দেওয়া যাক।’ 

পাকিস্তানের সমালোচনা করলেও সিরিজ জেতায় অস্ট্রেলিয়াকে সাধুবাদ জানাতে ভোলেননি শোয়েব। বলেছেন, ‘অস্ট্রেলিয়ার জন্য টুপি খোলা সম্মান। আমি সত্যিই তাদের জন্য অনেক খুশি। এটি তাদের ঘরের মাঠ নয়। দলের কোনো খেলোয়াড় আগে পাকিস্তানে খেলেনি। তারা এখানে এসেছে এবং সাহসী ক্রিকেট খেলেছে।’ 

কৃতিত্বের ভাগ অস্ট্রেলিয়ান বোলারদের দিয়ে শোয়েব আরও যোগ করেন, ‘বোলাররা জানত না এসব কন্ডিশনে ঠিক কখন বল রিভার্স করে। তবু মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এটা রপ্ত করেছে। নাথান লিয়ন, যে আগে কখনো পাকিস্তান সফর করেনি, সেও ৫ উইকেট নিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত