নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তানে সামরিক সংঘাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। এই সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশি দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ।
পাকিস্তানে অবস্থানরত লাহোর কালান্দার্সের হয়ে খেলা রিশাদ ও পেশোয়ার জালমির নাহিদ রানাসহ সব বিদেশি ক্রিকেটারকে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। পিসিবি পুরো পিএসএল করাচিতে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। তবে যুদ্ধাবস্থায় বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ, নাহিদসহ অনেকে পাকিস্তানে আর নিজেদের নিরাপদ মনে করছেন না। এ নিয়ে গতকাল পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন তাঁরা।
তবে চাইলেও এখন দ্রুত পাকিস্তান ত্যাগ করা কঠিন। পাকিস্তানে বেশির ভাগ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর খোলা থাকলেও প্রতিটি ফ্লাইটকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) থেকে আলাদা ছাড়পত্র নিতে হচ্ছে। পিসিবি ভাড়া করা বিমানে বিদেশিদের দুবাই পাঠানোর ব্যবস্থা করার দিকে এগোচ্ছে বলে জানা গেছে। সেটি হলে বাংলাদেশের দুই ক্রিকেটার প্রথমে যাবেন দুবাইয়ে, সেখান থেকে ধরবেন ঢাকার ফ্লাইট। তবে কবে সেই ফ্লাইট, জানতে অপেক্ষা করতে হচ্ছে।
রিশাদ-নাহিদ রানার দেশে ফিরে আসা নিয়ে যেখানে এত ভাবতে হচ্ছে, সেখানে বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফরের ভবিষ্যৎ কী? এখনো পিসিবি মনে করে, নির্ধারিত সময়ে সিরিজটা হবে। পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা বাংলাদেশ সিরিজ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সিরিজ শুরুর এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। পিএসএল চলছে এবং এমন কিছু ঘটেনি যে সিরিজটা বন্ধ করতে হয়। আমরা সিরিজটি নিয়ে আশাবাদী এবং দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’
বিসিবি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণকারী জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে বিসিবি। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই সফরের পাশে প্রশ্নবোধক চিহ্ন বসে গেলেও আরও দুই-তিন দিন অপেক্ষা করবে বিসিবি। গতকাল আজকের পত্রিকাকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে ১০-১১ মে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আরও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে আমাদের।’ যদি শেষ পর্যন্ত সফর অনিশ্চিত হয়ে যায়, সে ক্ষেত্রে আরব আমিরাতের মতো বিকল্প ভেন্যু বেছে নেওয়ার কোনো চিন্তা আছে কি না, এ প্রশ্নে ফারুক অপেক্ষার কথাই বলেছেন, ‘১১-১২ তারিখের আগে কিছু বলা যাচ্ছে না।’
পাকিস্তান সফর অনিশ্চয়তার চাদরে ঢাকা পড়লেও আরব আমিরাতে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নিশ্চয়ই অনিশ্চয়তা নেই। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে জাতীয় দলের প্রস্তুতি চলছে। তবে ভারত-পাকিস্তানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে চিন্তিত বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে তাঁরা বেশ দ্বিধায় আছেন। আজ সকাল ৮টা থেকে মিরপুরে প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। পাকিস্তান সফরের ব্যাপারে ক্রিকেটারদের মতামত শুনতে চায় বিসিবি। পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই নেবে ক্রিকেট বোর্ড। সিরিজটি খেলতে যাওয়া নিয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না তারা।
ভারত-পাকিস্তানে সামরিক সংঘাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। এই সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশি দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ।
পাকিস্তানে অবস্থানরত লাহোর কালান্দার্সের হয়ে খেলা রিশাদ ও পেশোয়ার জালমির নাহিদ রানাসহ সব বিদেশি ক্রিকেটারকে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। পিসিবি পুরো পিএসএল করাচিতে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। তবে যুদ্ধাবস্থায় বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ, নাহিদসহ অনেকে পাকিস্তানে আর নিজেদের নিরাপদ মনে করছেন না। এ নিয়ে গতকাল পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন তাঁরা।
তবে চাইলেও এখন দ্রুত পাকিস্তান ত্যাগ করা কঠিন। পাকিস্তানে বেশির ভাগ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর খোলা থাকলেও প্রতিটি ফ্লাইটকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) থেকে আলাদা ছাড়পত্র নিতে হচ্ছে। পিসিবি ভাড়া করা বিমানে বিদেশিদের দুবাই পাঠানোর ব্যবস্থা করার দিকে এগোচ্ছে বলে জানা গেছে। সেটি হলে বাংলাদেশের দুই ক্রিকেটার প্রথমে যাবেন দুবাইয়ে, সেখান থেকে ধরবেন ঢাকার ফ্লাইট। তবে কবে সেই ফ্লাইট, জানতে অপেক্ষা করতে হচ্ছে।
রিশাদ-নাহিদ রানার দেশে ফিরে আসা নিয়ে যেখানে এত ভাবতে হচ্ছে, সেখানে বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফরের ভবিষ্যৎ কী? এখনো পিসিবি মনে করে, নির্ধারিত সময়ে সিরিজটা হবে। পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা বাংলাদেশ সিরিজ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সিরিজ শুরুর এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। পিএসএল চলছে এবং এমন কিছু ঘটেনি যে সিরিজটা বন্ধ করতে হয়। আমরা সিরিজটি নিয়ে আশাবাদী এবং দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’
বিসিবি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণকারী জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে বিসিবি। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই সফরের পাশে প্রশ্নবোধক চিহ্ন বসে গেলেও আরও দুই-তিন দিন অপেক্ষা করবে বিসিবি। গতকাল আজকের পত্রিকাকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে ১০-১১ মে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আরও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে আমাদের।’ যদি শেষ পর্যন্ত সফর অনিশ্চিত হয়ে যায়, সে ক্ষেত্রে আরব আমিরাতের মতো বিকল্প ভেন্যু বেছে নেওয়ার কোনো চিন্তা আছে কি না, এ প্রশ্নে ফারুক অপেক্ষার কথাই বলেছেন, ‘১১-১২ তারিখের আগে কিছু বলা যাচ্ছে না।’
পাকিস্তান সফর অনিশ্চয়তার চাদরে ঢাকা পড়লেও আরব আমিরাতে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নিশ্চয়ই অনিশ্চয়তা নেই। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে জাতীয় দলের প্রস্তুতি চলছে। তবে ভারত-পাকিস্তানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে চিন্তিত বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে তাঁরা বেশ দ্বিধায় আছেন। আজ সকাল ৮টা থেকে মিরপুরে প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। পাকিস্তান সফরের ব্যাপারে ক্রিকেটারদের মতামত শুনতে চায় বিসিবি। পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই নেবে ক্রিকেট বোর্ড। সিরিজটি খেলতে যাওয়া নিয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না তারা।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে