Ajker Patrika

ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলার আরেকটি পুরস্কার মিরাজের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৯: ০৯
ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলার আরেকটি পুরস্কার মিরাজের

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরার পুরষ্কার মিরাজ পেলেন। আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিন ধাপ এগোলেন মিরাজ।

আজ সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এখন তিন নম্বরে আছেন মিরাজ। যেখানে গত সপ্তাহে ছয় নম্বরে ছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১১.০২ স্ট্রাইকরেটে করেছেন ১৪১ রান। গড় ১৪১, যেখানে দ্বিতীয় ওয়ানডেতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মিরাজ। বোলিংয়ে ৬.৫৫ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। 

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় বরাবরের মতো শীর্ষে আছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তিন ম্যাচে ২৬.৬৭ গড়ে করেছেন ৮০ রান এবং বোলিংয়ে ৪.৭৬ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আফগানিস্তানের মোহাম্মদ নবী আছেন দুই নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮.৩৩ গড়ে করেছেন ৫৫ রান এবং ৬.৯১ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, জিম্বাবুয়ের সিকান্দার রাজা-তারা আছেন চার, পাঁচ ও ছয় নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত