Ajker Patrika

বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে কিসের ‘অশান্তি’ 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৪৫
বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে কিসের ‘অশান্তি’ 

ওয়ানডে বিশ্বকাপের আগে আর বেশি সময় নেই। ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলকে উড়াল দিতে হবে দুদিন পরই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির সমস্যার সমাধান হয়নি এখনো।  

পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্রিকেটাররা চার মাস ধরে মাসিক বেতন, ম্যাচ ফি কিছুই পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের আর্থিক সমস্যায় পড়ার কথা। বিশেষ করে, তরুণ ক্রিকেটারদের জন্য তা আরও এক সমস্যা। এতদিন তারা নীরবেই প্রতিবাদ করে আসছিলেন। অবশেষে তাদের প্রতিবাদের আগুন বেরিয়ে আসছে। জার্সিতে স্পনসরের লোগো ছাড়া খেলার পরিকল্পনা করছেন পাকিস্তানি ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানের হয়ে ফ্রিতে খেলতে আমরা রাজি। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে বোর্ডের সঙ্গে জড়িত স্পনসরের লোগোর প্রচার আমার কেন করব? একইভাবে আমরা প্রচারমূলক কাজ ও অন্যান্য ইভেন্টে নাও খেলতে পারি। বিশ্বকাপের সময় আইসিসির বাণিজ্যিক প্রচারণা ও অন্যান্য কাজ আমরা করব না।’ 

বিভিন্ন সূত্র মতে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা শীর্ষ খেলোয়াড়দের মাসে ৪৫ লাখ পাকিস্তানি রুপির প্রস্তাব দিয়েছিল পিসিবি। বাংলাদেশি মুদ্রায় তা ১৭ লাখ ১৩ হাজার টাকা। তবে ক্রিকেটাররা জানতে পেরেছেন, কর থেকে টাকা কেটে নিলে তারা পাবেন মাত্র ২২ লাখ থেকে ২৩ লাখ পাকিস্তানি রুপি (৮ লাখ ৩৮ হাজার টাকা থেকে ৮ লাখ ৭৬ হাজার টাকা)। আইসিসি ও স্পনসর থেকে পিসিবি যে রাজস্ব পায় সেটার শেয়ার চাচ্ছেন ক্রিকেটাররা। আইসিসির নতুন বাণিজ্যিক মডেল অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৭ চক্রে প্রতি বছর ৩৮৪ কোটি ৭৩ লাখ টাকা পাবে পিসিবি। তবে কেন্দ্রীয় চুক্তির হিসাব অনুযায়ী দেখা গেছে, অর্থের পরিমাণ ৩৮ কোটি টাকাও হয় না। যা আইসিসির থেকে পাওয়া রাজস্বের ১০ শতাংশেরও কম। 

এর আগে পাকিস্তান দল ভিসা সংক্রান্ত ঝামেলাতেও পড়েছে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে গতকাল জানা গেছে, ভারতে ভ্রমণ করা ৯ দলের মধ্যে পাকিস্তানই একমাত্র দল, যারা এখনো ভিসার জন্য অপেক্ষা করছে। ভিসা তারা করতে দিয়েছিল এক সপ্তাহ আগে। আগের পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। সেখানে দুই দিন থাকার পর বুধবার হায়দরাবাদের বিমানে ওঠার কথা ছিল তাদের। পরে ভিসা সংক্রান্ত জটিলতায় তাদের (পাকিস্তান) দুবাইয়ে থাকার পরিকল্পনা বাধ্য হয়ে বাতিল করতে হয়। বুধবার লাহোর থেকে দুবাইয়ে যাবে এবং তারপর সেখান থেকে উড়াল দেবে হায়দরাবাদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত