Ajker Patrika

যুবরাজ-পোলার্ডের ৬ বলে ৬ ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন নেপালের ব্যাটার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৯: ৫৬
যুবরাজ-পোলার্ডের ৬ বলে ৬ ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন নেপালের ব্যাটার

যুবরাজ সিংকে (১২ বলে) পেছনে ফেলে গত বছর টি-টোয়েন্টি সংস্করণে দ্রুততম ফিফটিটা নিজের করে নিয়েছিলেন দীপেন্দ্র সিং ঐরি। ৯ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে। এবার ভারতের সাবেক ব্যাটারের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন নেপালের ব্যাটার। 

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছেন দীপেন্দ্র। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। নিজেদের ইনিংসের শেষ ওভারে ছয় ছক্কা হাঁকান ২৪ বছর বয়সী ব্যাটার। কাতারের পেসার কামরান খানকে বিব্রতকর রেকর্ডে নাম তুলতে বাধ্য করেন নেপালের ব্যাটার। ২১ বলে ৬৪ রান করে ম্যাচে অপরাজিত থাকেন তিনি। তাঁর ও আসিফ শেখের ফিফটিতে প্রতিপক্ষকে ২১১ রানের লক্ষ্য দিয়েছে নেপাল। 

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে দুঃস্বপ্ন ‘উপহার’ দিয়ে এই রেকর্ড প্রথম গড়েছিলেন যুবরাজ। বাঁহাতি অলরাউন্ডারের পরে সঙ্গী হয়েছিলেন কাইরন পোলার্ড। ২০২১ সালে শ্রীলঙ্কার স্পিনার অকিলা ধনঞ্জয়াকে হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার। সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীপেন্দ্রর রেকর্ডটি সপ্তম। ওয়ানডেতে এই রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হার্শেল গিবস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জসকরণ মালহোত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত