ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
সামাজিক মাধ্যমে অস্ট্রেলিয়া-ভারত দুই দলের অনুশীলনের পিচের ছবি ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়াকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ভালো পিচ দেওয়া হয়েছে অনুশীলন করতে।অজিরা আজ প্রথম শুরু করেছে অনুশীলন। অন্যদিকে ভারত অনুশীলনের জন্য পেয়েছে ফাটল ধরা এক পিচ। বল হঠাৎ করেই নিচু হচ্ছে, আবার লাফিয়ে উঠছে। রোহিত শর্মা গতকাল নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন। ফিজিওকে তৎক্ষণাৎ এসে দেখেছেন রোহিতের কী হয়েছে। ভারতীয় অধিনায়কের পায়ে বরফও লাগাতে হয়েছে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনুশীলনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
অনুশীলন পিচ নিয়ে যখন বিতর্ক চলছে, তখন এমসিজি কিউরেটর ম্যাট পেজ ব্যাখ্যা দিয়েছেন। দুই দলের পিচের মধ্যে কেন এত পার্থক্য, সেই ব্যাপারে পেজ বলেন, ‘আমরা ভারতীয় দলের সূচিটা আগে পেয়েছি। তবে আমরা ম্যাচ সংক্রান্ত উইকেট মূল ম্যাচ শুরুর তিন দিন আগে দিয়ে থাকি। সব দলের জন্যই এটা প্রযোজ্য।’
অনুশীলন করতে গিয়ে গতকাল ব্যথা পেয়েছিলেন ভারতের পেসার আকাশ দীপও। অনুশীলন পর্ব শেষে আকাশ বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে এই উইকেটটা ছিল সাদা বলের ক্রিকেটের জন্য। সে কারণে বল নিচু হয়ে যাচ্ছে। তবে অনুশীলনে এমন ছোটখাটো ব্যথা স্বাভাবিক। সেটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই।’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর। কিন্তু এই ম্যাচের আগে থেকেই একের পর এক ঝামেলা। এমসিজিতে পরশু রবীন্দ্র জাদেজার বিতর্কিত সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে গ সংবাদমাধ্যমের সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন।
জাদেজার এই সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় সাংবাদিকদের দাবি ছিল, এটা(সংবাদ সম্মেলন) শুধুমাত্র অস্ট্রেলিয়ায় সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর ভারত ও অস্ট্রেলিয়ার সাংবাদিকদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাংবাদিকদের ব্যস্ততার মাঝে ভিন্নতা আনতে এবং সম্প্রীতির প্রতীক হিসেবে মেলবোর্নের জাংশন ওভালে গতকাল হওয়ার কথা ছিল। তবে ভারতের টিম ম্যানেজমেন্ট ম্যাচটি বয়কট করেছে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
সামাজিক মাধ্যমে অস্ট্রেলিয়া-ভারত দুই দলের অনুশীলনের পিচের ছবি ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়াকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ভালো পিচ দেওয়া হয়েছে অনুশীলন করতে।অজিরা আজ প্রথম শুরু করেছে অনুশীলন। অন্যদিকে ভারত অনুশীলনের জন্য পেয়েছে ফাটল ধরা এক পিচ। বল হঠাৎ করেই নিচু হচ্ছে, আবার লাফিয়ে উঠছে। রোহিত শর্মা গতকাল নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন। ফিজিওকে তৎক্ষণাৎ এসে দেখেছেন রোহিতের কী হয়েছে। ভারতীয় অধিনায়কের পায়ে বরফও লাগাতে হয়েছে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনুশীলনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
অনুশীলন পিচ নিয়ে যখন বিতর্ক চলছে, তখন এমসিজি কিউরেটর ম্যাট পেজ ব্যাখ্যা দিয়েছেন। দুই দলের পিচের মধ্যে কেন এত পার্থক্য, সেই ব্যাপারে পেজ বলেন, ‘আমরা ভারতীয় দলের সূচিটা আগে পেয়েছি। তবে আমরা ম্যাচ সংক্রান্ত উইকেট মূল ম্যাচ শুরুর তিন দিন আগে দিয়ে থাকি। সব দলের জন্যই এটা প্রযোজ্য।’
অনুশীলন করতে গিয়ে গতকাল ব্যথা পেয়েছিলেন ভারতের পেসার আকাশ দীপও। অনুশীলন পর্ব শেষে আকাশ বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে এই উইকেটটা ছিল সাদা বলের ক্রিকেটের জন্য। সে কারণে বল নিচু হয়ে যাচ্ছে। তবে অনুশীলনে এমন ছোটখাটো ব্যথা স্বাভাবিক। সেটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই।’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর। কিন্তু এই ম্যাচের আগে থেকেই একের পর এক ঝামেলা। এমসিজিতে পরশু রবীন্দ্র জাদেজার বিতর্কিত সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে গ সংবাদমাধ্যমের সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন।
জাদেজার এই সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় সাংবাদিকদের দাবি ছিল, এটা(সংবাদ সম্মেলন) শুধুমাত্র অস্ট্রেলিয়ায় সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর ভারত ও অস্ট্রেলিয়ার সাংবাদিকদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাংবাদিকদের ব্যস্ততার মাঝে ভিন্নতা আনতে এবং সম্প্রীতির প্রতীক হিসেবে মেলবোর্নের জাংশন ওভালে গতকাল হওয়ার কথা ছিল। তবে ভারতের টিম ম্যানেজমেন্ট ম্যাচটি বয়কট করেছে বলে জানা গেছে।
এবারের আইপিএলটা রাজস্থান রয়্যালসের জন্য ভুলে যাওয়ার মতোই। দলটির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। সেটার রেশ কাটতে না কাটতে গত রাতে তারা পেয়েছে একাধিক দুঃসংবাদ। রাজস্থানের এক ক্রিকেটার টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেছেন। টুর্নামেন্টে তাদের পথচলাও শেষ হলো।
২৩ মিনিট আগেদরিভাল জুনিয়র বরখাস্ত হওয়াতে ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।
১ ঘণ্টা আগেম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম—ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি দলের অবস্থা আশানুরূপ নয়। পয়েন্ট টেবিলের তলানির দিকে চলে যাওয়ার মতো অবস্থা এই দুই দলের। অথচ প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যানচেস্টার, টটেনহাম এখন ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটতে চলেছে।
২ ঘণ্টা আগেগতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৪ ঘণ্টা আগে