Ajker Patrika

বাংলাদেশের জন্য জার্সি উপহার পাঠাল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭: ৩৬
বাংলাদেশের জন্য জার্সি উপহার পাঠাল আর্জেন্টিনা

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্বটা ১৭ হাজার কিলোমিটারের বেশি। কিন্তু দূরত্ব আলবিসেলেস্তের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসায় বাধা হতে পারেনি। কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা দক্ষিণ আমেরিকার দেশটিকে অবাক করে দিয়েছে। এই উন্মাদনা আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছে।

আর্জেন্টিনার মানুষও এখন বাংলাদেশকে আপন ভাবছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে গত মাসেই ঢাকায় দূতাবাস চালু করেছে বিশ্বজয়ী দেশটি। বাংলাদেশ ফুটবলে পিছিয়ে থাকলেও ক্রিকেটে অবস্থানটা বেশ ভালোই। আর্জেন্টিনা ফুটবলে ভালো হলেও ক্রিকেটে এখনো নবীন দলের মতোই।

আর্জেন্টিনা ক্রিকেট খেলে এটাই হয়তো অনেকের অজানা। তবে ক্রিকেটেও নিজেদের অবস্থান জানান দিতে ধীরে ধীরে এগোচ্ছে তারা। আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে রীতিমতো চমকই দিয়েছে আর্জেন্টিনার ক্রিকেট জার্সি।

আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টকস বাংলাদেশের জন্য দুটি জার্সি পাঠিয়েছেন। আয়ারল্যান্ডের ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড জার্সিগুলো বাংলাদেশে নিয়ে আসেন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টির আগে অধিনায়ক সাকিব আল হাসানকে জার্সিগুলো তুলে দেন। ফেনেল ও স্টকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত