Ajker Patrika

সনের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে দক্ষিণ কোরিয়া

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৫: ৫৩
সনের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন সন হিউয়েন-মিন। চোখে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেও দলের সেরা তারকাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্টো।

মার্শেইয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল সনের চোখে সার্জারি লাগবে। এ জন্য ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপ মিস করবেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা এখনো রয়েছে। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছেন বেন্টো। দল ঘোষণার পর সনের চোটের বিষয়ে আপডেটও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।

সনকে দলে রাখলেও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে বলে মনে করেন বেন্টো। তিনি বলেছেন, ‘আমরা সন ও টটেনহামের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করছি। তবে সে কবে দলের সঙ্গে অনুশীলন করবে সেই সময় ও দিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সুস্থ হয়ে ওঠা ও স্বাচ্ছন্দ্য অনুভব করার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দল দুটি হচ্ছে ঘানা ও পর্তুগাল।

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:

গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।

ডিফেন্ডার: কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।

মিডফিল্ডার: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।

ফরোয়ার্ড: সং হিউয়েন-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত