বিশ্বকাপের মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন সন হিউয়েন-মিন। চোখে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেও দলের সেরা তারকাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্টো।
মার্শেইয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল সনের চোখে সার্জারি লাগবে। এ জন্য ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপ মিস করবেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা এখনো রয়েছে। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছেন বেন্টো। দল ঘোষণার পর সনের চোটের বিষয়ে আপডেটও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।
সনকে দলে রাখলেও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে বলে মনে করেন বেন্টো। তিনি বলেছেন, ‘আমরা সন ও টটেনহামের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করছি। তবে সে কবে দলের সঙ্গে অনুশীলন করবে সেই সময় ও দিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সুস্থ হয়ে ওঠা ও স্বাচ্ছন্দ্য অনুভব করার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দল দুটি হচ্ছে ঘানা ও পর্তুগাল।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:
গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।
ডিফেন্ডার: কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।
মিডফিল্ডার: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।
ফরোয়ার্ড: সং হিউয়েন-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।
বিশ্বকাপের মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন সন হিউয়েন-মিন। চোখে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেও দলের সেরা তারকাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্টো।
মার্শেইয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল সনের চোখে সার্জারি লাগবে। এ জন্য ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপ মিস করবেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা এখনো রয়েছে। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছেন বেন্টো। দল ঘোষণার পর সনের চোটের বিষয়ে আপডেটও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।
সনকে দলে রাখলেও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে বলে মনে করেন বেন্টো। তিনি বলেছেন, ‘আমরা সন ও টটেনহামের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করছি। তবে সে কবে দলের সঙ্গে অনুশীলন করবে সেই সময় ও দিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সুস্থ হয়ে ওঠা ও স্বাচ্ছন্দ্য অনুভব করার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দল দুটি হচ্ছে ঘানা ও পর্তুগাল।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:
গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।
ডিফেন্ডার: কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।
মিডফিল্ডার: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।
ফরোয়ার্ড: সং হিউয়েন-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১০ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
১১ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
১২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১৩ ঘণ্টা আগে