নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন, তা-ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় কোথায়? এক প্রান্তে উইকেট পড়ছে আর মাহমুদুল হাসান জয় দ্বিগুণ মনোবলে দক্ষিণ আফ্রিকান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধৈর্যের পুরস্কারও পেয়ে গেছেন তিনি।
২৭৫ বলের ইনিংসে জয়কে টলাতে পারেননি প্রোটিয়া বোলাররা। প্রথম ফিফটি স্পর্শ করেন ১৭০ বলে। আগের দিন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্ক বনে যাওয়া অফ স্পিনার সাইমন হারমারকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে দ্বিতীয় ফিফটি অবশ্য বেশ দ্রুতই করেছেন, ৯৯ বলে।
সেঞ্চুরির আগেই জয় অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে ছাড়িয়ে যান মুমিনুল হককে। ২০১৭ সালে সর্বশেষ সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন জয়।
গত ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক জয়ের। দুঃস্বপ্নের অভিষেকটা চাইলে ভুলে যেতে চাইবেন তিনি। শূন্য রানেই আউট হয়েছিলেন, পরের ইনিংসেও ৬ রানের বেশি করতে পারেননি। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের পরিণত ইনিংস খেলেন জয়। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে না পারলেও মাউন্ট মঙ্গানুইয়ে যেখান থেকে শেষ করেছিলেন ডারবানে শুরুটা সেখান থেকে।
জয়ের ব্যাটেই ডারবানে এখনো টিকে আছে বাংলাদেশ। শুরুটা সাদমান ইসলামের সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি দিয়ে। সর্বোচ্চ জুটি ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ।
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন, তা-ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় কোথায়? এক প্রান্তে উইকেট পড়ছে আর মাহমুদুল হাসান জয় দ্বিগুণ মনোবলে দক্ষিণ আফ্রিকান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধৈর্যের পুরস্কারও পেয়ে গেছেন তিনি।
২৭৫ বলের ইনিংসে জয়কে টলাতে পারেননি প্রোটিয়া বোলাররা। প্রথম ফিফটি স্পর্শ করেন ১৭০ বলে। আগের দিন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্ক বনে যাওয়া অফ স্পিনার সাইমন হারমারকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে দ্বিতীয় ফিফটি অবশ্য বেশ দ্রুতই করেছেন, ৯৯ বলে।
সেঞ্চুরির আগেই জয় অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে ছাড়িয়ে যান মুমিনুল হককে। ২০১৭ সালে সর্বশেষ সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন জয়।
গত ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক জয়ের। দুঃস্বপ্নের অভিষেকটা চাইলে ভুলে যেতে চাইবেন তিনি। শূন্য রানেই আউট হয়েছিলেন, পরের ইনিংসেও ৬ রানের বেশি করতে পারেননি। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের পরিণত ইনিংস খেলেন জয়। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে না পারলেও মাউন্ট মঙ্গানুইয়ে যেখান থেকে শেষ করেছিলেন ডারবানে শুরুটা সেখান থেকে।
জয়ের ব্যাটেই ডারবানে এখনো টিকে আছে বাংলাদেশ। শুরুটা সাদমান ইসলামের সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি দিয়ে। সর্বোচ্চ জুটি ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৩ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে