ঢাকা: লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্ট। আর ঘুম হারাম ডেভিড ওয়ার্নারের! এই ম্যাচে তো ওয়ার্নারের ভূমিকা শুধুই দর্শক, তবু কেন অস্ট্রেলিয়ান ওপেনারের এত চিন্তা?
ওয়ার্নার নিজেই টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেন, টিভি পর্দায় যতবার স্টুয়ার্ট ব্রডকে দেখছেন ততবারই গত অ্যাশেজের ব্রড–আতঙ্ক ফিরে আসছে মনে! যে আতঙ্কে তিনি সামনের অ্যাশেজে ব্রডকে কীভাবে সামলাবেন, সেই চিন্তায় ঘুমাতে পারছেন না! ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১৯ অ্যাশেজে ব্রড যেভাবে ওয়ার্নারকে ভুগিয়েছেন, তাতে ওয়ার্নারের ঘুম উধাও হওয়াটাই স্বাভাবিক!
পাঁচ ম্যাচের সেই সিরিজে ১০ ইনিংসের সাতবারই ওয়ার্নারকে আউট করেছেন ব্রড। সাতবারের তিনবারই রানের খাতা খুলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। বাকি চার ইনিংসে তাঁর রান ২,৮,৩ ও ১১। ব্রডের বলে আউট হওয়া বিবর্ণ সংখ্যাগুলো গত অ্যাশেজে ওয়ার্নারের মলিন পারফরম্যান্সের সাক্ষী দেয়। অন্য তিন ইনিংসে তিনি আউট হয়েছিলেন জফরা আর্চারের বলে। সব মিলিয়ে সেই সিরিজে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল ৯৫ রান।
শুধু গত অ্যাশেজই নয়, ক্যারিয়ারজুড়েই ওয়ার্নারকে রীতিমতো ‘বানি’ বানিয়ে ফেলেছেন ব্রড। টেস্ট ক্যারিয়ারে ওয়ার্নার সবচেয়ে বেশি আউট হয়েছেন এই ইংলিশ ফাস্ট বোলারের বলে। ব্রডের বিপক্ষে ৪২ ইনিংসের ১২বারই আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। নির্দিষ্ট বোলারের বলে ওয়ার্নারের বেশিবার আউটের এই তালিকার প্রথম তিনজনের দুজনই ইংলিশ পেসার। তালিকার এক নম্বরে ব্রড সেটা তো আগেই বলা হয়েছে। তিনে রয়েছেন আরেক ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।
টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের বিপক্ষে ৩১ ইনিংসের নয়বার ড্রেসিংরুমে ফিরেছেন ওয়ার্নার। কঠিন এই বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছেন ওয়ার্নারও। আগামী অ্যাশেজ হতে যাচ্ছে ডিসেম্বরে। গতবারের ভুলে যাওয়ার পরিসংখ্যান তবু ফিরে ফিরে আসছে ওয়ার্নারের মনে। সেটি যেন আরও বেশি মনে পড়ছে টিভি পর্দায় ব্রডকে দেখে! তবে শুধু আতঙ্কিত হতেই নয়, ওয়ার্নার কিন্তু পরোক্ষভাবে তৈরি হওয়ার কথাটাও জানিয়ে রাখলেন। ঘরের মাঠে হতে যাওয়া সামনের অ্যাশেজে অস্ট্রেলীয় ওপেনার নামতে চাইবেন ব্রডেরই ঘুম হারাম করতে!
ঢাকা: লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্ট। আর ঘুম হারাম ডেভিড ওয়ার্নারের! এই ম্যাচে তো ওয়ার্নারের ভূমিকা শুধুই দর্শক, তবু কেন অস্ট্রেলিয়ান ওপেনারের এত চিন্তা?
ওয়ার্নার নিজেই টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেন, টিভি পর্দায় যতবার স্টুয়ার্ট ব্রডকে দেখছেন ততবারই গত অ্যাশেজের ব্রড–আতঙ্ক ফিরে আসছে মনে! যে আতঙ্কে তিনি সামনের অ্যাশেজে ব্রডকে কীভাবে সামলাবেন, সেই চিন্তায় ঘুমাতে পারছেন না! ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১৯ অ্যাশেজে ব্রড যেভাবে ওয়ার্নারকে ভুগিয়েছেন, তাতে ওয়ার্নারের ঘুম উধাও হওয়াটাই স্বাভাবিক!
পাঁচ ম্যাচের সেই সিরিজে ১০ ইনিংসের সাতবারই ওয়ার্নারকে আউট করেছেন ব্রড। সাতবারের তিনবারই রানের খাতা খুলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। বাকি চার ইনিংসে তাঁর রান ২,৮,৩ ও ১১। ব্রডের বলে আউট হওয়া বিবর্ণ সংখ্যাগুলো গত অ্যাশেজে ওয়ার্নারের মলিন পারফরম্যান্সের সাক্ষী দেয়। অন্য তিন ইনিংসে তিনি আউট হয়েছিলেন জফরা আর্চারের বলে। সব মিলিয়ে সেই সিরিজে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল ৯৫ রান।
শুধু গত অ্যাশেজই নয়, ক্যারিয়ারজুড়েই ওয়ার্নারকে রীতিমতো ‘বানি’ বানিয়ে ফেলেছেন ব্রড। টেস্ট ক্যারিয়ারে ওয়ার্নার সবচেয়ে বেশি আউট হয়েছেন এই ইংলিশ ফাস্ট বোলারের বলে। ব্রডের বিপক্ষে ৪২ ইনিংসের ১২বারই আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। নির্দিষ্ট বোলারের বলে ওয়ার্নারের বেশিবার আউটের এই তালিকার প্রথম তিনজনের দুজনই ইংলিশ পেসার। তালিকার এক নম্বরে ব্রড সেটা তো আগেই বলা হয়েছে। তিনে রয়েছেন আরেক ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।
টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের বিপক্ষে ৩১ ইনিংসের নয়বার ড্রেসিংরুমে ফিরেছেন ওয়ার্নার। কঠিন এই বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছেন ওয়ার্নারও। আগামী অ্যাশেজ হতে যাচ্ছে ডিসেম্বরে। গতবারের ভুলে যাওয়ার পরিসংখ্যান তবু ফিরে ফিরে আসছে ওয়ার্নারের মনে। সেটি যেন আরও বেশি মনে পড়ছে টিভি পর্দায় ব্রডকে দেখে! তবে শুধু আতঙ্কিত হতেই নয়, ওয়ার্নার কিন্তু পরোক্ষভাবে তৈরি হওয়ার কথাটাও জানিয়ে রাখলেন। ঘরের মাঠে হতে যাওয়া সামনের অ্যাশেজে অস্ট্রেলীয় ওপেনার নামতে চাইবেন ব্রডেরই ঘুম হারাম করতে!
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
১২ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
১৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
১৫ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
১৫ ঘণ্টা আগে