Ajker Patrika

বাংলাদেশ সিরিজ থেকে আরও এক ক্রিকেটারকে সরাল পাকিস্তান

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৪: ১১
বাংলাদেশ সিরিজ থেকে আরও এক ক্রিকেটারকে সরাল পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে পাকিস্তানের ক্রিকেটার ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছে। আবরার আহমেদ ও কামরান গুলামকে তো আগেই ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এবার বাদ দেওয়া হলো পেসার আমির জামালকে। 

জামালকে বাদ দেওয়ার কথা পিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এ বছরের কাউন্টি ক্রিকেটে পাকিস্তানি পেসার যে চোট পেয়েছেন, সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি।  বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাঁকে অবশ্য নেওয়া হয়েছিল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে। 

লেগ স্পিনার আবরার  ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কামরান—এ দুই ক্রিকেটারকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল থেকে পরশু বাদ দেওয়া হয়েছিল। তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। যেখানে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য আবরার ও কামরানের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। 

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠে ৩০ আগস্ট হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত