বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে পাকিস্তানের ক্রিকেটার ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছে। আবরার আহমেদ ও কামরান গুলামকে তো আগেই ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এবার বাদ দেওয়া হলো পেসার আমির জামালকে।
জামালকে বাদ দেওয়ার কথা পিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এ বছরের কাউন্টি ক্রিকেটে পাকিস্তানি পেসার যে চোট পেয়েছেন, সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাঁকে অবশ্য নেওয়া হয়েছিল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
লেগ স্পিনার আবরার ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কামরান—এ দুই ক্রিকেটারকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল থেকে পরশু বাদ দেওয়া হয়েছিল। তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। যেখানে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য আবরার ও কামরানের দলে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠে ৩০ আগস্ট হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে পাকিস্তানের ক্রিকেটার ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছে। আবরার আহমেদ ও কামরান গুলামকে তো আগেই ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এবার বাদ দেওয়া হলো পেসার আমির জামালকে।
জামালকে বাদ দেওয়ার কথা পিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এ বছরের কাউন্টি ক্রিকেটে পাকিস্তানি পেসার যে চোট পেয়েছেন, সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাঁকে অবশ্য নেওয়া হয়েছিল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
লেগ স্পিনার আবরার ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কামরান—এ দুই ক্রিকেটারকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল থেকে পরশু বাদ দেওয়া হয়েছিল। তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। যেখানে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য আবরার ও কামরানের দলে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠে ৩০ আগস্ট হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১০ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১০ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১৩ ঘণ্টা আগে