সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার থেকে ভারতের বিশ্বকাপ দলের নেটে। গল্পটা কাশ্মীরের ‘বুলেট’ উমরান মালিকের। উমরানের ভারতীয় দলের নেটে সুযোগ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর রাজ্য দলের সতীর্থ পারভেজ রাসুল।
আইপিএলে শুরুতে হায়দরাবাদের নেট বোলার ছিলেন উমরান। দলের বাঁহাতি পেসার টি-নটরজান করোনা আক্রান্ত হলে কপাল খুলে যায় তাঁর। সুযোগ মেলে হায়দরাবাদের মূল একাদশে। দলের সুযোগ পেয়েই গতির ঝড় তুলে হইচই ফেলে দেন উমরান। এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির ৫ ডেলিভারির ৩টিই বেরিয়েছে উমরানের হাত থেকে। ঘণ্টায় সর্বোচ্চ ১৫২.৯৫ ডেলিভারিটিও তাঁর ছোড়া।
গত রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের অভিষেক হয় উমরানের। ম্যাচে নিজের প্রথম বলটাই ছুড়েছিলেন ১৪৫ কিলোমিটার বেগে। শেষ পর্যন্ত ৪ ম্যাচে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও গতির ঝড় তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন উমরান। ওই ম্যাচে ১৫২ কিলোমিটার গতিতেও বল করেছিলেন তিনি। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আরও অনবদ্য ছিলেন উমরান। গতির ঝড় তোলার পাশাপাশি ২১ রান দিয়ে নিয়েছিলেন উইকেটও।
সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার থেকে ভারতের বিশ্বকাপ দলের নেটে। গল্পটা কাশ্মীরের ‘বুলেট’ উমরান মালিকের। উমরানের ভারতীয় দলের নেটে সুযোগ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর রাজ্য দলের সতীর্থ পারভেজ রাসুল।
আইপিএলে শুরুতে হায়দরাবাদের নেট বোলার ছিলেন উমরান। দলের বাঁহাতি পেসার টি-নটরজান করোনা আক্রান্ত হলে কপাল খুলে যায় তাঁর। সুযোগ মেলে হায়দরাবাদের মূল একাদশে। দলের সুযোগ পেয়েই গতির ঝড় তুলে হইচই ফেলে দেন উমরান। এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির ৫ ডেলিভারির ৩টিই বেরিয়েছে উমরানের হাত থেকে। ঘণ্টায় সর্বোচ্চ ১৫২.৯৫ ডেলিভারিটিও তাঁর ছোড়া।
গত রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের অভিষেক হয় উমরানের। ম্যাচে নিজের প্রথম বলটাই ছুড়েছিলেন ১৪৫ কিলোমিটার বেগে। শেষ পর্যন্ত ৪ ম্যাচে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও গতির ঝড় তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন উমরান। ওই ম্যাচে ১৫২ কিলোমিটার গতিতেও বল করেছিলেন তিনি। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আরও অনবদ্য ছিলেন উমরান। গতির ঝড় তোলার পাশাপাশি ২১ রান দিয়ে নিয়েছিলেন উইকেটও।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১২ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৪৪ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে