Ajker Patrika

কোহলির ধন্যবাদের উত্তর দিয়েছেন আনুশকা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৪: ২২
কোহলির ধন্যবাদের উত্তর দিয়েছেন আনুশকা

এশিয়া কাপের প্রথম কয়েক ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। আর গতকাল আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে ষোলোকলা পূর্ণ করেছেন তিনি। সেঞ্চুরি করার পর স্ত্রী আনুশকা শর্মাকে ধন্যবাদ দিয়েছিলেন দুঃসময়ে পাশে থাকার জন্য। এবার ভারতীয় ব্যাটারের ধন্যবাদের উত্তর দিয়েছেন স্ত্রী আনুশকা।

আরব আমিরাতে যখন কোহলি সেঞ্চুরি করেন, তখন স্ত্রী আনুশকা ইংল্যান্ডে। স্বামীর দুর্দান্ত সেঞ্চুরির সময় স্টেডিয়ামে থাকতে না পারলেও খোঁজ-খবর রেখেছেন দূরদেশ থেকেই। টি-টোয়েন্টি সংস্করণে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে আনুশকাকে দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন ভারতীয় ব্যাটার। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমুও খেয়েছেন। পরে ঐতিহাসিক সেঞ্চুরিটি তিনি উৎসর্গ করেছেন স্ত্রী ও তাঁদের ছোট্ট মেয়ে ভামিকাকে। এবার স্বামীর ধন্যবাদের উত্তর আনুশকা দিয়েছেন সামাজিক মাধ্যমে। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে কোহলির একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যেকোনো এবং সবকিছুর মাধ্যমে চিরকাল তোমার পাশে থাকব।’

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালের নভেম্বরে টেস্টে বাংলাদেশের বিপক্ষে। দীর্ঘ ১০২০ দিন পর তাঁর এই সেঞ্চুরি রাজকীয়ভাবে এল। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সেঞ্চুরি করেছেন ৭০টি। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণে ছিল না তাঁর কোনো সেঞ্চুরি। দীর্ঘদিনের সেঞ্চুরির খরা কাটালেন টি-টোয়েন্টি সংস্করণের প্রথম সেঞ্চুরি দিয়ে। এই সেঞ্চুরি দিয়ে তিনি ছুঁয়েছেন কিংবদন্তি রিকি পন্টিংকে (৭১টি)। সামনে শুধু ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। তাঁর সেঞ্চুরির সংখ্যা ১০০।

সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। আইপিএলের দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের সতীর্থ, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স সামাজিক মাধ্যমে স্কুডারে বসা দুজনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজকে তাঁর সেঞ্চুরির সঙ্গে ভেবে রেখেছিলাম এই মুহূর্তটি শেয়ার করব। ভালো খেলছ বন্ধু। আরও অনেক আসবে।’

কোহলির সেঞ্চুরি প্রসঙ্গে গত ম্যাচের অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, ‘বিরাটের রান পাওয়া আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। আজকে যেভাবে সে ব্যাট করেছে, জানি সে এভাবে খেলতে পেরে খুশি। বিশ্বকাপের আগে তার এমন ইনিংস দলের জন্য ভালো।’

ভারতীয় অফ স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘ভালো খেলছ চ্যাম্পিয়ন। আবার সেঞ্চুরি করতে দেখে ভালো লাগছে।’

পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম লিখেছেন, ‘গ্রহের সেরা ক্রিকেটার ফিরে এসেছে।’

কিছুদিন আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় ব্যাটার সুরেশ রায়না লিখেছেন, ‘ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, এর জন্য খুশি হয়েছি। এটা তোমার প্রাপ্য। এমন দুর্দান্ত ইনিংসের জন্য তোমাকে অসীম শ্রদ্ধা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত