Ajker Patrika

ইতিহাস গড়তে পারলেন না মেয়েরা

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১১: ৫৮
ইতিহাস গড়তে পারলেন না মেয়েরা

ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছিল, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারল না বাংলাদেশ নারী দল। নারী বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নিগার সুলতানাদের হার ৩২ রানে। 

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ম্যাচের বেশির ভাগ সময় দাপট দেখিয়েই হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ দলকে। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশই ম্যাচটা জিততে যাচ্ছে। কিন্তু টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সহজ ম্যাচ কঠিন করে হারল বাংলাদেশ। 

টস জিতে শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। বোলারদের দারুণ নৈপুণ্যে ২০৭ রানে আফ্রিকানদের গুটিয়ে দেন জাহানারা-তৃষ্ণারা। লক্ষ্য তাড়া করতে নেমে শামিমা সুলতানা ও সারমিন আক্তার দলকে ভালো শুরু এনে দেন। এই দুজন উদ্বোধনী জুটিতে তোলেন ৬৯ রান। জয়ের পথে থাকা বাংলাদেশ ৮৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। সপ্তম উইকেট জুটিতে রিতু মুনি আর নিগার অবশ্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এই দুজনের ৫৩ রানের জুটি ভাঙলে পরের ব্যাটাররা আর কেউ সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ১৭৫ রানে থেমে যায় বাংলাদেশ। 

এর আগে বোলারদের দারুণ আঁটসাঁট বোলিংয়ে ভালো কিছুর সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। ব্যাটিংয়েও শামিমা-সারমিনরা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন, কিন্তু বাকি কাজটা আর করতে পারলেন না। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে এমন শুরুর পরও তাই হারই সঙ্গী হলো রুমানা-নিগারদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত