Ajker Patrika

আলিসের ওপর ভরসা করেছিল পুরো চিটাগং

অনলাইন ডেস্ক
খুলনা টাইগার্সের বিপক্ষে গত রাতে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন আলিস আল ইসলাম।ছবি: আজকের পত্রিকা
খুলনা টাইগার্সের বিপক্ষে গত রাতে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন আলিস আল ইসলাম।ছবি: আজকের পত্রিকা

সত্যিকারের ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে গত রাতে পড়ে গিয়েছিলেন আলিস আল ইসলাম। পায়ে ব্যথা নিয়ে পারবেন তো তিনি—মিরপুরে পুরো চিটাগং কিংস করছিল এই চিন্তা। সেই আলিস শেষ বলের রোমাঞ্চে রুদ্ধশ্বাস জয়ে চিটাগংকে তুললেন ফাইনালে।

মিরপুরে গত রাতে খুলনা টাইগার্সের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে নামা চিটাগং কিংসের সামনে সমীকরণ দাঁড়ায় শেষ বলে ৪। হাতে তখন ২ উইকেট। স্বীকৃত ব্যাটাররা আগেই ড্রেসিংরুমের পথ ধরেছেন। শেষ বলে চার-ছক্কা মারতে ব্যাটারদেরই যেখানে বেগ পেতে হয়, সেখানে আলিস আল ইসলামের জন্য কাজটা কঠিনই ছিল। তখন অত ভেবে চিন্তে খেলার সময় কই? ম্যাচটা আবার ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার, যা বিপিএলের অলিখিত সেমিফাইনাল। খুলনার পেসার মুশফিক হাসানকে কাভারের ওপর দিয়ে চার মেরে এনে দিলেন ২ উইকেটের রুদ্ধশ্বাস।

দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস জয়ের পর সংবাদ সম্মেলনে চিটাগং কিংসের প্রতিনিধি হয়ে আসেন খাজা নাফায়। শেষ বলের নায়ক আলিসের প্রসঙ্গ এসেছে সংবাদ সম্মেলনে। নাফায় বলেন, ‘দলের ভরসা ছিল আলিসের ওপর। আগের ম্যাচগুলোতেও কিছু তো রান করেছে সে। সবার বিশ্বাস ছিল সে ছক্কা মারতে পারবে।তার ওপর আমরা ভরসা করেছিলাম।’

মুশফিকের করা ওভারের তৃতীয় বলে পায়ে ব্যথা পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন আলিস। চিটাগং কিংসের জিততে তখন দরকার ৩ বলে ৮ রান। হাতে ৩ উইকেট। ম্যাচের এমন পরিস্থিতিতে খুলনা টাইগার্স, চিটাগং কিংস দুই দলই চিন্তায় পড়ে গিয়েছিল। সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নাফায় বলেন, ‘ টেইট তার (আলিস) কাছে জানতে চেয়েছে যে সে (আলিস) কেন চলে এসেছে। সে (আলিস) তার পায়ে ব্যথার কথা বলল। তখন সে দৌড়ে রান নিতে পারত না বলে ফিরে আসে। শরীফুল চার মেরে আউট হয়ে যায়। এরপর আমাদের হাতে বিকল্প হিসেবে আলিসই ছিল।’

মিরপুরে গতকাল পুরো ৪০ ওভারের খেলায় রান উঠেছে ৩২৭। পড়েছে ১৪ উইকেট। চিটাগংয়ের সর্বোচ্চ স্কোরার নাফায় করেন ৫৭ রান। ৪৬ বলের ইনিংসে মারেন ৪ চার ও ৩ ছক্কা। ম্যাচসেরার পুরস্কার উঠেছে আলিসের হাতে। ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ ওভারে ১৪ রানে নেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত