Ajker Patrika

বিশ্বকাপের যে তালিকায় সাকিব এখনো সবার ওপরে

আপডেট : ১৯ মে ২০২৪, ১৬: ২৩
বিশ্বকাপের যে তালিকায় সাকিব এখনো সবার ওপরে

৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টিতেই খেলছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বকাপে অনেক রেকর্ড গড়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানটা এখনো তাঁর দখলেই আছে। 

এশিয়ানদের দাপট টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় বেশি। প্রথম ১০ বোলারের ৮ জনই এশিয়ার প্রতিনিধি। ৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলেছেন ৩৬ ম্যাচ এবং বোলিং করেছেন ৬.৭৮ ইকোনমিতে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২, ৩ ও ৪ নম্বরে রয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও সাঈদ আজমল। ৩৯, ৩৮ ও ৩৬ উইকেট নিয়েছেন আফ্রিদি, মালিঙ্গা ও আজমল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় ৫ থেকে ৮ নম্বরে অবস্থান করছেন অজন্তা মেন্ডিস, উমর গুল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের মধ্যে মেন্ডিস ও গুল দুজনেই নেন ৩৫টি করে উইকেট। ৯ ও ১০ নম্বরে আছেন ডেল স্টেইন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে ৩০টি করে উইকেট নিলেও ইকোনমি রেটের কারণে এগিয়ে স্টেইন। সেরা দশে থাকা প্রত্যেকেই রান আটকেছেন প্রতিপক্ষ দলের। বোলিং করেছেন ৮-এর কম ইকোনমিতে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৭ উইকেট নিয়েছেন সাকিব আল হাসানবিশ্বকাপে সাকিবের উইকেটের রেকর্ড খুব শিগগিরই যে ভাঙছে না, সেটা হলফ করেই বলা যায়। আফ্রিদি, মালিঙ্গা, আজমল, মেন্ডিস, গুল, স্টেইন, ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। অদূর ভবিষ্যতে বিশ্বকাপের এই রেকর্ড (সাকিবের সর্বোচ্চ উইকেট) ভাঙার সম্ভাবনা রয়েছে হাসারাঙ্গার। হাসারাঙ্গা এখনো পর্যন্ত বিশ্বকাপে ১৬ ম্যাচে নেন ৩১ উইকেট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তিনি। বয়স মাত্র ২৬ হওয়ায় আরও দুই-তিনটি বিশ্বকাপ অনায়াসে খেলতে পারবেন। অশ্বিন ৩২ উইকেট পেলেও বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া একরকম অসম্ভব। ভারতীয় স্পিনারের বয়স ৩৮ ছুঁইছুঁই। ভারতের এবারের বিশ্বকাপ দলে তিনি নেই। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারি 

                                  উইকেট    ইকোনমি     ম্যাচ 

সাকিব আল হাসান          ৪৭         ৬.৭৮       ৩৬ 
শহীদ আফ্রিদি                ৩৯         ৬.৭১       ৩৪ 
লাসিথ মালিঙ্গা                ৩৮         ৭.৪৩        ৩১ 
সাঈদ আজমল               ৩৬        ৬.৭৯         ২৩ 
অজন্তা মেন্ডিস               ৩৫         ৬.৭০         ২১ 
উমর গুল                       ৩৫         ৭.৩০         ২৪ 
রবীচন্দ্রন অশ্বিন              ৩২         ৬.৪৯        ২৪ 
ওয়ানিন্দু হাসারাঙ্গা          ৩১          ৫.৮১        ১৬ 
ডেল স্টেইন                    ৩০          ৬.৯৬        ২৩ 
স্টুয়ার্ট ব্রড                     ৩০          ৭.৭২        ২৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত