৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টিতেই খেলছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বকাপে অনেক রেকর্ড গড়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানটা এখনো তাঁর দখলেই আছে।
এশিয়ানদের দাপট টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় বেশি। প্রথম ১০ বোলারের ৮ জনই এশিয়ার প্রতিনিধি। ৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলেছেন ৩৬ ম্যাচ এবং বোলিং করেছেন ৬.৭৮ ইকোনমিতে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২, ৩ ও ৪ নম্বরে রয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও সাঈদ আজমল। ৩৯, ৩৮ ও ৩৬ উইকেট নিয়েছেন আফ্রিদি, মালিঙ্গা ও আজমল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় ৫ থেকে ৮ নম্বরে অবস্থান করছেন অজন্তা মেন্ডিস, উমর গুল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের মধ্যে মেন্ডিস ও গুল দুজনেই নেন ৩৫টি করে উইকেট। ৯ ও ১০ নম্বরে আছেন ডেল স্টেইন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে ৩০টি করে উইকেট নিলেও ইকোনমি রেটের কারণে এগিয়ে স্টেইন। সেরা দশে থাকা প্রত্যেকেই রান আটকেছেন প্রতিপক্ষ দলের। বোলিং করেছেন ৮-এর কম ইকোনমিতে।
বিশ্বকাপে সাকিবের উইকেটের রেকর্ড খুব শিগগিরই যে ভাঙছে না, সেটা হলফ করেই বলা যায়। আফ্রিদি, মালিঙ্গা, আজমল, মেন্ডিস, গুল, স্টেইন, ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। অদূর ভবিষ্যতে বিশ্বকাপের এই রেকর্ড (সাকিবের সর্বোচ্চ উইকেট) ভাঙার সম্ভাবনা রয়েছে হাসারাঙ্গার। হাসারাঙ্গা এখনো পর্যন্ত বিশ্বকাপে ১৬ ম্যাচে নেন ৩১ উইকেট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তিনি। বয়স মাত্র ২৬ হওয়ায় আরও দুই-তিনটি বিশ্বকাপ অনায়াসে খেলতে পারবেন। অশ্বিন ৩২ উইকেট পেলেও বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া একরকম অসম্ভব। ভারতীয় স্পিনারের বয়স ৩৮ ছুঁইছুঁই। ভারতের এবারের বিশ্বকাপ দলে তিনি নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারি
উইকেট ইকোনমি ম্যাচ
সাকিব আল হাসান ৪৭ ৬.৭৮ ৩৬
শহীদ আফ্রিদি ৩৯ ৬.৭১ ৩৪
লাসিথ মালিঙ্গা ৩৮ ৭.৪৩ ৩১
সাঈদ আজমল ৩৬ ৬.৭৯ ২৩
অজন্তা মেন্ডিস ৩৫ ৬.৭০ ২১
উমর গুল ৩৫ ৭.৩০ ২৪
রবীচন্দ্রন অশ্বিন ৩২ ৬.৪৯ ২৪
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩১ ৫.৮১ ১৬
ডেল স্টেইন ৩০ ৬.৯৬ ২৩
স্টুয়ার্ট ব্রড ৩০ ৭.৭২ ২৬
৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টিতেই খেলছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বকাপে অনেক রেকর্ড গড়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানটা এখনো তাঁর দখলেই আছে।
এশিয়ানদের দাপট টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় বেশি। প্রথম ১০ বোলারের ৮ জনই এশিয়ার প্রতিনিধি। ৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলেছেন ৩৬ ম্যাচ এবং বোলিং করেছেন ৬.৭৮ ইকোনমিতে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২, ৩ ও ৪ নম্বরে রয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও সাঈদ আজমল। ৩৯, ৩৮ ও ৩৬ উইকেট নিয়েছেন আফ্রিদি, মালিঙ্গা ও আজমল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় ৫ থেকে ৮ নম্বরে অবস্থান করছেন অজন্তা মেন্ডিস, উমর গুল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের মধ্যে মেন্ডিস ও গুল দুজনেই নেন ৩৫টি করে উইকেট। ৯ ও ১০ নম্বরে আছেন ডেল স্টেইন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে ৩০টি করে উইকেট নিলেও ইকোনমি রেটের কারণে এগিয়ে স্টেইন। সেরা দশে থাকা প্রত্যেকেই রান আটকেছেন প্রতিপক্ষ দলের। বোলিং করেছেন ৮-এর কম ইকোনমিতে।
বিশ্বকাপে সাকিবের উইকেটের রেকর্ড খুব শিগগিরই যে ভাঙছে না, সেটা হলফ করেই বলা যায়। আফ্রিদি, মালিঙ্গা, আজমল, মেন্ডিস, গুল, স্টেইন, ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। অদূর ভবিষ্যতে বিশ্বকাপের এই রেকর্ড (সাকিবের সর্বোচ্চ উইকেট) ভাঙার সম্ভাবনা রয়েছে হাসারাঙ্গার। হাসারাঙ্গা এখনো পর্যন্ত বিশ্বকাপে ১৬ ম্যাচে নেন ৩১ উইকেট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তিনি। বয়স মাত্র ২৬ হওয়ায় আরও দুই-তিনটি বিশ্বকাপ অনায়াসে খেলতে পারবেন। অশ্বিন ৩২ উইকেট পেলেও বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া একরকম অসম্ভব। ভারতীয় স্পিনারের বয়স ৩৮ ছুঁইছুঁই। ভারতের এবারের বিশ্বকাপ দলে তিনি নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারি
উইকেট ইকোনমি ম্যাচ
সাকিব আল হাসান ৪৭ ৬.৭৮ ৩৬
শহীদ আফ্রিদি ৩৯ ৬.৭১ ৩৪
লাসিথ মালিঙ্গা ৩৮ ৭.৪৩ ৩১
সাঈদ আজমল ৩৬ ৬.৭৯ ২৩
অজন্তা মেন্ডিস ৩৫ ৬.৭০ ২১
উমর গুল ৩৫ ৭.৩০ ২৪
রবীচন্দ্রন অশ্বিন ৩২ ৬.৪৯ ২৪
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩১ ৫.৮১ ১৬
ডেল স্টেইন ৩০ ৬.৯৬ ২৩
স্টুয়ার্ট ব্রড ৩০ ৭.৭২ ২৬
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৬ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৬ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
৮ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৯ ঘণ্টা আগে