এশিয়া কাপে ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত। ৫ উইকেটের জয়ে বিরাট কোহলির ৩৫ রানের ইনিংসের অবদানও ছিল। তবে সেটা কোহলি স্বরূপ ছিল না। ব্যাটিংয়ে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক জানিয়েছেন, ভারতীয় ব্যাটারের আত্মবিশ্বাসে ঘাটতি আছে।
ভারত-পাকিস্তানের ম্যাচ শেষ হলেও ম্যাচের কাটাছেঁড়া বিশ্লেষণ এখনো চালাচ্ছেন সাবেক ক্রিকেটার-বিশ্লেষকেরা। এশিয়া কাপের ম্যাচটি সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন তাঁরা। ম্যাচটির প্রতিদ্বন্দ্বিতার আবহের বাইরেও আলাদা নজর ছিল কোহলির ওপর। দীর্ঘদিন ধরে ছন্দে ফেরার সংগ্রাম করছেন ভারতীয় এই ব্যাটার। এক মাস বিরতির পর এই ম্যাচ দিয়ে তিনি ফিরেছেন ক্রিকেটে। তাঁর ফেরাটা কেমন হলো, তা নিয়ে কথা বলেছেন ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে।
কোহলির ফেরাটা ভালো হয়নি মনে করছেন ইনজামাম। ৩৩ বছর বয়সী ব্যাটারের মধ্যে এখনো জড়তা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। তাঁর মতে, ম্যাচে সেট হওয়ার পরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারেননি। তিনি বলেছেন, ‘ম্যাচে কোহলির ওপর প্রচুর চাপ ছিল। সাধারণত, একজন সেট হওয়া ব্যাটারকে আউট করা কঠিন। কিন্তু সেট হওয়ার পরও তাঁকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না। এটা দেখে আমি অবাক হয়েছি।’
ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। নিজের স্মরণীয় ম্যাচে শুরু থেকেই নার্ভাস ছিলেন সাবেক অধিনায়ক। শুরুর দিকে বেশ কয়েকটি বল তাঁর ব্যাটের কোনায় লেগে উইকেটে আঘাত হানার উপক্রমও হয়েছিল। ভাগ্য সহায় হওয়ায় সেই সব ডেলিভারি থেকে বেঁচে গেছেন তিনি। এমনকি পাকিস্তানি পেসার নাসিম শাহর বলে স্লিপে ফখর জামানকে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন তিনি।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত। ৫ উইকেটের জয়ে বিরাট কোহলির ৩৫ রানের ইনিংসের অবদানও ছিল। তবে সেটা কোহলি স্বরূপ ছিল না। ব্যাটিংয়ে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক জানিয়েছেন, ভারতীয় ব্যাটারের আত্মবিশ্বাসে ঘাটতি আছে।
ভারত-পাকিস্তানের ম্যাচ শেষ হলেও ম্যাচের কাটাছেঁড়া বিশ্লেষণ এখনো চালাচ্ছেন সাবেক ক্রিকেটার-বিশ্লেষকেরা। এশিয়া কাপের ম্যাচটি সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন তাঁরা। ম্যাচটির প্রতিদ্বন্দ্বিতার আবহের বাইরেও আলাদা নজর ছিল কোহলির ওপর। দীর্ঘদিন ধরে ছন্দে ফেরার সংগ্রাম করছেন ভারতীয় এই ব্যাটার। এক মাস বিরতির পর এই ম্যাচ দিয়ে তিনি ফিরেছেন ক্রিকেটে। তাঁর ফেরাটা কেমন হলো, তা নিয়ে কথা বলেছেন ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে।
কোহলির ফেরাটা ভালো হয়নি মনে করছেন ইনজামাম। ৩৩ বছর বয়সী ব্যাটারের মধ্যে এখনো জড়তা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। তাঁর মতে, ম্যাচে সেট হওয়ার পরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারেননি। তিনি বলেছেন, ‘ম্যাচে কোহলির ওপর প্রচুর চাপ ছিল। সাধারণত, একজন সেট হওয়া ব্যাটারকে আউট করা কঠিন। কিন্তু সেট হওয়ার পরও তাঁকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না। এটা দেখে আমি অবাক হয়েছি।’
ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। নিজের স্মরণীয় ম্যাচে শুরু থেকেই নার্ভাস ছিলেন সাবেক অধিনায়ক। শুরুর দিকে বেশ কয়েকটি বল তাঁর ব্যাটের কোনায় লেগে উইকেটে আঘাত হানার উপক্রমও হয়েছিল। ভাগ্য সহায় হওয়ায় সেই সব ডেলিভারি থেকে বেঁচে গেছেন তিনি। এমনকি পাকিস্তানি পেসার নাসিম শাহর বলে স্লিপে ফখর জামানকে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন তিনি।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৫ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে