Ajker Patrika

ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ দুই সেমির ম্যাচ পরিচালকদের নাম জানাল আইসিসি 

ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ দুই সেমির ম্যাচ পরিচালকদের নাম জানাল আইসিসি 

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্ব শেষে বাকি রয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। দুই সেমিফাইনাল ও ফাইনাল-এই তিন নকআউট ম্যাচ শুরু হচ্ছে পরশু। দুই সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কারা থাকছেন, তাঁদের নাম আজ জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। 

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পরশু প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে ১০০ তম ম্যাচ পরিচালনা করবেন রড টাকার। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে তাঁর সঙ্গে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। এরপর কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটলবোরো ও নিতীন মেনন। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্রিস গাফানি ও মাইকেল গফ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন জাভাগাল শ্রীনাথ। 

২০১৯ বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপও হচ্ছে ১০ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গতবারের মতো এবারও সেমিতে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। দুই বিশ্বকাপেই শীর্ষে ভারত ও চার নম্বর দল হিসেবে প্রথম পর্ব শেষ করেছে ব্ল্যাকক্যাপস। ২০১৯ বিশ্বকাপে দুদিন ধরে চলা সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল কিউইরা। এই বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে টানা তিন বিশ্বকাপের ফাইনালে উঠবে নিউজিল্যান্ড। ভারত ৯ ম্যাচের ৯ টিতে জিতেছে এবারের বিশ্বকাপে। শুধু পার্থক্য হচ্ছে ইংল্যান্ডের পরিবর্তে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত