নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া-না যাওয়া নিয়ে বোর্ডের সঙ্গে সাকিব আল হাসানের যেন বনিবনা হচ্ছেই না। প্রথমে আইপিএলের কারণে এই সফরে টেস্টে খেলতে চাননি তিনি। তবে আফগানিস্তান সিরিজ চলাকালীন নাজমুল হাসান পাপন জানান, সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরের না যাওয়ার কারণ দেখেন না তিনি।
এরপর ওয়ানডে আর টেস্ট দুই সংস্করণের দলেই রাখা হয় সাকিবকে। তবে গতকাল অবশ্য ভিন্ন কথাই জানান এই বাংলাদেশ অলরাউন্ডার। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। খেলাটা উপভোগ করছেন না বলেও জানান সাকিব। সম্ভব হলে দক্ষিণ আফ্রিকা সফরে যেকোনো একটা সংস্করণে খেলতে চান তিনি।
সাকিবের কথা অবশ্য একদমই ভালোভাবে নেননি বিসিবি সভাপতি পাপন। আজ সংবাদমাধ্যমকে অনেক ক্ষোভের স্বরে বিসিবি সভাপতি বলেছেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিত, তাহলে কী সে বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত?’
খেলা-না খেলার বিষয়ে কাউকে চাপাচাপি করতে রাজি নন পাপন। তবে না খেলার ব্যাপারগুলো যাতে আগেই জানিয়ে দেওয়া হয়, সেই চাওয়া বিসিবি সভাপতির, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না। কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে আমরা পরিকল্পনা করতে পারি। সবাই অভিযোগ করছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ অভিযোগ করছে।’
সাকিবকে মানসিকভাবে ঠিক নেই জানিয়ে পাপন আরও বলেছেন, ‘ও (সাকিব) যে মানসিক–শারীরিকভাবে ঠিক না থেকে আফগানিস্তানের সঙ্গে খেলল, সেটা তো গতকাল জানলাম। আমরা কেউ বুঝতেই পারিনি। এগুলো আগে বলে ফেললে সমস্যা কোথায়? আমার ধারণা, সাকিবভাবে মানসিক ভালো অবস্থায় নেই। তাকে দুই দিন ভাবতে দেওয়া হয়েছে, দেখা যাক এরপর সে কী বলে।’
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া-না যাওয়া নিয়ে বোর্ডের সঙ্গে সাকিব আল হাসানের যেন বনিবনা হচ্ছেই না। প্রথমে আইপিএলের কারণে এই সফরে টেস্টে খেলতে চাননি তিনি। তবে আফগানিস্তান সিরিজ চলাকালীন নাজমুল হাসান পাপন জানান, সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরের না যাওয়ার কারণ দেখেন না তিনি।
এরপর ওয়ানডে আর টেস্ট দুই সংস্করণের দলেই রাখা হয় সাকিবকে। তবে গতকাল অবশ্য ভিন্ন কথাই জানান এই বাংলাদেশ অলরাউন্ডার। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। খেলাটা উপভোগ করছেন না বলেও জানান সাকিব। সম্ভব হলে দক্ষিণ আফ্রিকা সফরে যেকোনো একটা সংস্করণে খেলতে চান তিনি।
সাকিবের কথা অবশ্য একদমই ভালোভাবে নেননি বিসিবি সভাপতি পাপন। আজ সংবাদমাধ্যমকে অনেক ক্ষোভের স্বরে বিসিবি সভাপতি বলেছেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিত, তাহলে কী সে বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত?’
খেলা-না খেলার বিষয়ে কাউকে চাপাচাপি করতে রাজি নন পাপন। তবে না খেলার ব্যাপারগুলো যাতে আগেই জানিয়ে দেওয়া হয়, সেই চাওয়া বিসিবি সভাপতির, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না। কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে আমরা পরিকল্পনা করতে পারি। সবাই অভিযোগ করছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ অভিযোগ করছে।’
সাকিবকে মানসিকভাবে ঠিক নেই জানিয়ে পাপন আরও বলেছেন, ‘ও (সাকিব) যে মানসিক–শারীরিকভাবে ঠিক না থেকে আফগানিস্তানের সঙ্গে খেলল, সেটা তো গতকাল জানলাম। আমরা কেউ বুঝতেই পারিনি। এগুলো আগে বলে ফেললে সমস্যা কোথায়? আমার ধারণা, সাকিবভাবে মানসিক ভালো অবস্থায় নেই। তাকে দুই দিন ভাবতে দেওয়া হয়েছে, দেখা যাক এরপর সে কী বলে।’
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৪ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৫ ঘণ্টা আগে